Kali Puja 2024: দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর পর এবার পালিত হবে কালীপুজো, দীপাবলি উপলক্ষে মিলবে টানা ৪ দিনের ছুটি! জেনে নিন বিস্তারিত...
অক্টোবর মাস মানেই উৎসবের সম্ভার। ২০২৪ সালের অক্টোবর মাস শুরু হয়েছে মহালয়ার সঙ্গে, এরপর ধুমধাম করে পালন করা হয় শারদীয়া দুর্গোত্সব ও লক্ষ্মীপুজো। তবে এখানেই শেষ নয়, আর কয়েকদিনের অপেক্ষা, তারপর ধুমধাম করে পালন করা হবে আলোর উৎসব দীপাবলি। কালী পুজোর সঙ্গে শেষ হবে ২০২৪ সালের অক্টোবর মাস। মা দুর্গাকে বিদায় জানাতেই প্রস্তুতি শুরু হয় মা কালীর আগমনের।
কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। এদিন সোনা ও রুপোর গয়না, বাসন, ঝাড়ু বা ঝাঁটা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর পরের দিন তথা কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় ভূত চতুর্দশী। এই দিন ১৪ ধরনের শাক খাওয়া ও ১৪টি প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। এরপর কার্তিক অমাবস্যা তিথিতে পুজো করা হয় মা কালীর।
অনেকে কার্তিক অমাবস্যায় লক্ষ্মী পুজোও করেন। সাধারণত অবাঙালিরা লক্ষ্মী গণেশের পুজো করেন এই দিনে। এর পরের দিন পালন করা হয় গোবর্ধন পুজো। মান্যতা রয়েছে, এই তিথিতে গোবর্ধন পর্বতকে আঙুলের ডগায় তুলে সাধারণ মানুষকে রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। এরপর পালন করা হবে ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া। ২০২৪ সালে দু-দিন ধরে পালন করা হবে দীপাবলি। ২০২৪ সালে দীপ উত্সবের তিথি পড়েছে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর।
কালীপুজো পালন করা হবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার। ২০২৪ সালে ধনতেরাস পালন হবে ২৯ অক্টোবর, মঙ্গলবারে। এরপরের দিন ৩০ অক্টোবর, বুধবার পালন করা হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। গোবর্ধন পুজো পালন করা হবে ২ নভেম্বর, শনিবার এবং ভাইফোঁটা বা ভ্রাতৃ দ্বিতীয়া পালন করা হবে ৩ নভেম্বর, রবিবার। এই বছর দীপাবলির উপলক্ষে অর্থাৎ কালীপুজো, দীপাবলি ও শনিবার রবিবার মিলিয়ে টানা ৪ দিনের ছুটি পাওয়া যাবে।