IPL Auction 2025 Live

Govardhan Puja 2024: গোবর্ধন পুজো কবে? জেনে নিন গোবর্ধন পুজোর দিনক্ষণ এবং এই উৎসব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য...

হিন্দু ধর্মে প্রতিটি পুজো ও উৎসবের নিজস্ব গুরুত্ব রয়েছে। দীপাবলির পরের দিন পালন করা হয় গোবর্ধন উৎসব। এই বিশেষ দিনে ইন্দ্র দেবকে পরাজিত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই দিনটি গোবর্ধন পুজো নামে পরিচিত। দীপাবলির ৫ দিনের উৎসবে পালন করা হয় গোবর্ধন উৎসব। ৫ দিনের উৎসবের মধ্যে রয়েছে ধনতেরাস, ছোট দিওয়ালি, দিওয়ালি, গোবর্ধন এবং ভাইফোঁটা। কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিকে বলা হয় গোবর্ধন উৎসব এবং গোবর্ধন পুজোর পর করা হয় অন্নকূট পুজো।

২০২৪ সালের গোবর্ধন পুজোর প্রতিপদ তিথি শুরু হবে ১ নভেম্বর, সন্ধ্যা ০৬:১৬ মিনিটে এবং প্রতিপদ তিথি শেষ হবে ২ নভেম্বর, রাত ০৮:২১ মিনিটে। উদয় তিথি অনুসারে, ২০২৪ সালে গোবর্ধন উৎসব পালন করা হবে ২ নভেম্বর, শনিবার। সকালের গোবর্ধন পুজোর সময় থাকবে সকাল ০৬:৩১ মিনিট থেকে সকাল ০৭:৪৪ মিনিট পর্যন্ত। মোট সময়কাল হবে ২ ঘন্টা ১৩ মিনিট। গোবর্ধন পুজোর দিনে গম, চাল, বেসনের তৈরি তরকারি এবং শাক দিয়ে তৈরি খাবার রান্না করে নিবেদন করা হয় ভগবান শ্রীকৃষ্ণকে।

পৌরাণিক বিশ্বাস অনুসারে, একবার ভগবান ইন্দ্র ব্রিজবাসীদের উপর ক্রুদ্ধ হয়ে প্রবল বৃষ্টিপাত করতে থাকেন। ব্রজবাসীদের ভগবান ইন্দ্রের ক্রোধ থেকে বাঁচাতে ভগবান শ্রী কৃষ্ণ তাঁর কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে দিয়েছিলেন তথা ভারি বৃষ্টিপাত থেকে গোবর্ধন পর্বত বাঁচিয়ে ছিলেন ব্রজবাসীদের। সেই থেকে প্রতি বছর পালন করা হয় গোবর্ধন পুজোর উৎসব। এই দিনে ভগবান শ্রী কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রকৃতির সেবা ও উপাসনার একটি রূপ বলে মনে করা হয় এই দিনটিকে।