২০২৪ সালের ৯ এপ্রিল থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি এবং শেষ হবে ১৭ এপ্রিল, বুধবার। নবরাত্রিতে পুজো করা হয় দেবী দুর্গার বিভিন্ন রূপের। আজ, ১৬ এপ্রিল, নবরাত্রির অষ্টম দিন, এদিন পুজো করা হয় মা মহাগৌরীর। দেবী দুর্গার অষ্টম রূপ মা মহাগৌরীকে বর্ণনা করা হয় সাদা পোশাক ও গয়না পরে এবং তার বয়স ধরা হয় মাত্র আট বছর। মা মহাগৌরীর রয়েছে চারটি হাত, তার উপরের ডান হাত থাকে অভয়া মুদ্রায় এবং নীচের হাতে থাকে একটি ত্রিশূল। এছাড়া উপরের বাম হাতে থাকে একটি ডমরু এবং নীচের বাম হাত থাকে ভার মুদ্রায়।

মা মহাগৌরীর রূপ খুবই শান্ত। নবরাত্রির অষ্টমী পুজোয় নিবেদন করা হয় মা মহাগৌরীর প্রিয় খাবার, অর্থাৎ অষ্টমীর দিন মা মহাগৌরীকে নিবেদন করা হয় পুডিং, পুরি এবং ছোলা। এছাড়াও, এই দিনে দেবী মহাগৌরীকে খুশি করতে দেওয়া হয় নারকেল বরফি এবং লাড্ডু। মান্যতা রয়েছে নারকেল মায়ের প্রিয় খাবার। তাই দেবী মহাগৌরীর পুজোয় অবশ্যই নারকেল রাখার চেষ্টা করা উচিত।

নবরাত্রির অষ্টমী তিথিতে প্রথমে কলশ পুজো করার পর আরাধনা করা হয় মা দুর্গার। মা মহাগৌরী মোগরা ফুল খুব পছন্দ করেন, তাই পুজোয় নিবেদন করতে হয় মোগরা ফুল। তার সঙ্গে অর্পণ করতে হয় সিঁদুর, কুমকুম, অক্ষত, মালা ও মিষ্টি। এর সঙ্গে নিবেদন করতে হয় নারকেল। এরপর ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দুর্গা চালিসা, মহাগৌরী মন্ত্র পাঠ করতে হয়। সবশেষে আবার করা হয় মায়ের আরতি।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Navratri 2024 Ashtami: নবরাত্রিতে পুজো হয় দেবী দুর্গার নয়টি রূপের, এই নয় দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন অষ্টমী, জেনে নিন এই দিনের গুরুত্ব...

Chaitra Navratri Saptami: চৈত্র নবরাত্রির সপ্তম দিনে পুজো করা হয় মা কালরাত্রির, জেনে নিন সপ্তমীর পুজোর গুরুত্ব...

Chaitra Navratri 2024 Sasthi: চৈত্র নবরাত্রির ষষ্ঠীতে পুজো হবে মা কাত্যায়নীর! জেনে নিন এই দিনের গুরুত্ব...

Chaitra Navratri Panchami: চৈত্র নবরাত্রির পঞ্চমীতে পুজো করা হয় স্নেহময়ী দেবী স্কন্দমাতার, জেনে নিন এই দিনের গুরুত্ব...

Chaitra Navratri Chaturthi: নবরাত্রির চতুর্থ দিনে পুজো করা হয় দেবী কুষ্মাণ্ডার, জেনে নিন এই দিনের গুরুত্ব...

Ramlala's Navratri Special Vastra: রামলালার জন্য তৈরি হয়েছে বিশেষ বস্ত্র, চৈত্র নবরাত্রির থেকে রাম নবমী পর্যন্ত পরবেন এই পোশাক...

Chaitra Navratri: কিছুক্ষণের অপেক্ষা, তারপর শুরু চৈত্র নবরাত্রি, এই নয় দিনে ভুল করেও করবেন না এই কাজগুলো! জেনে নিন বিস্তারিত...

Chaitra Navratri 2024: কবে থেকে শুরু চৈত্র নবরাত্রি? জেনে নিন মাতার আগমন ও প্রস্থান কিসে চড়ে হবে এবং তার অর্থ...