Birbal Diwas 2024: কবে এবং কেন পালিত হয় বীরবল দিবস? জেনে নিন বীরবল দিবসের ইতিহাস ও গুরুত্ব...

প্রতি বছর ২৬ ডিসেম্বর পালন করা হয় 'বীরবল দিবস'। ২০২২ সালের ৯ জানুয়ারি, গুরু গোবিন্দ সিং-এর জন্মবার্ষিকীতে, শিখ গুরুর চার সাহেবজাদে খালসার শাহাদাত উপলক্ষে ২৬ ডিসেম্বরকে 'বীরবল দিবস' হিসাবে উদযাপন করার ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুঘল শাসনকালে পাঞ্জাবের শিখদের নেতা গুরু গোবিন্দ সিং-এর ৪ ছেলে ছিল, তাদের বলা হত চার সাহেবজাদে খালসা।

১৬৯৯ সালে শিখ সম্প্রদায়ের মানুষকে ধর্মীয় নিপীড়ন থেকে রক্ষা করার লক্ষ্যে খালসা পন্থ প্রতিষ্ঠা করেন গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিংয়ের ৩ স্ত্রীর ৪টি পুত্র ছিল: অজিত, জুজর, জোরওয়ার এবং ফতেহ। গুরু গোবিন্দ সিংয়ের ৪ পুত্রই খালসার অংশ ছিল, ১৯ বছর বয়সের আগেই মুঘল সেনাবাহিনীর হাতে নিহত হয় চারজনই। সরসা নদীর তীরে যুদ্ধের সময় মুঘল সেনাবাহিনীর হাতে বন্দী হন উভয় সাহেবজাদে।

তথ্য অনুযায়ী, ইসলাম ধর্ম গ্রহণ না করায় সাহেবজাদাদের যথাক্রমে ৮ ও ৫ বছর বয়সে জীবন্ত কবর দেওয়া হয়। তাদের শহীদ হিসেবে সম্মান জানাতে ২৬ ডিসেম্বর বীরবল দিবস পালন করার ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনে চার সাহেবজাদাদের সাহসের প্রতি শ্রদ্ধা জানানো হয়। খালসার ৪ সাহেবজাদার আত্মত্যাগকে সম্মান জানাতে পালন করা হয় বীরবল দিবস।



@endif