Close
Advertisement
 
শুক্রবার, নভেম্বর 22, 2024
সর্বশেষ গল্প
3 hours ago
Live

Eid Moon Sighting 2024 In West Bengal and Bangladesh Live News Updates: আজ দেখা গেল না চাঁদ, ১১ তেই গোটা দেশে পালিত হবে ঈদ

উৎসব-ধর্ম Indranil Mukherjee | Apr 09, 2024 08:13 PM IST
A+
A-
09 Apr, 20:13 (IST)

বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। কারণ আজ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

 

09 Apr, 20:13 (IST)

বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। কারণ আজ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

09 Apr, 20:09 (IST)

জামে মসজিদ দিল্লির মারকাজি রায়ত-ই-হিলাল কমিটিও জানিয়ে দিল আজ রাতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি।তাই ১১ তারিখ পালিত হবে ঈদ। কাল ৩০ নং দিনের রোজা পালন হবে।

09 Apr, 20:09 (IST)

জামে মসজিদ দিল্লির মারকাজি রায়ত-ই-হিলাল কমিটিও জানিয়ে দিল আজ রাতে শাওয়ালের চাঁদ দেখা যায়নি।তাই ১১ তারিখ পালিত হবে ঈদ। কাল ৩০ নং দিনের রোজা পালন হবে।

09 Apr, 20:04 (IST)

লখনউতে দেখা গেল না  শাওয়ালের চাঁদ, বৃহস্পতিবার ১১ এপ্রিল ঈদ-উল-ফিতর উদযাপিত হবে ভারতে। ভারতের ইসলামিক সেন্টার থেকে মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি এই ঘোষণা করলেন।

 

09 Apr, 19:56 (IST)

মুম্বই, পুনে ও নাসিকে এখনও চাঁদ দেখা যায়নি।

09 Apr, 19:56 (IST)

মুম্বই, পুনে ও নাসিকে এখনও চাঁদ দেখা যায়নি। এমনকি লখনউ থেকেও দেখা মিলল না চাঁদের। 

09 Apr, 19:51 (IST)

লখনউয়ের মারকাজি চাঁদ কমিটি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে  যে আজ চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল নয় বৃহস্পতিবার ১১ এপ্রিল ঈদ উদযাপিত হবে।

09 Apr, 19:51 (IST)

লখনউয়ের মারকাজি চাঁদ কমিটি একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে  যে আজ চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল নয় বৃহস্পতিবার ১১ এপ্রিল ঈদ উদযাপিত হবে।

09 Apr, 19:46 (IST)

বিহারে এখন পর্যন্ত চাঁদ দেখার কোনো খবর পাওয়া যায়নি। ইমারত-ই-শরিয়া পরবর্তী আপডেট রাত ১০ টায় প্রকাশ করবে।

Load More

সারা বিশ্বের পাশাপাশি ভারতেও চলছে ঈদের প্রস্তুতি। ঈদের চাঁদ দেখার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। রমজান মাস শুরু হলেই মানুষ ঈদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এবং এখন এই অপেক্ষার অবসান হতে চলেছে। ইসলামে রমজান মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এর পরের দিনটি ঈদ উল ফিতর নামে পরিচিত।

শাওয়াল মাসের চাঁদ দেখার উপর ঈদ উল ফিতর নির্ভর করে। ইসলামের নবম মাস রমজান শেষ হওয়ার পর দশম শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদ উল ফিতর ( Eid Ul Fitar 2024) উদযাপিত হয়। ইসলামিক ক্যালেন্ডারে, রমজান বছরের নবম মাস এবং দশম মাস শাওয়াল এবং এই মাসের প্রথম দিনে, ইসলামের অনুসারীরা ঈদ উদযাপন করে।তবে সোমবার শাওয়ালের চাঁদ দেখা গেল না সৌদি আরবে। তার ফলে ২৯ দিনেই পবিত্র রমজান মাস শেষ হচ্ছে না। ৩০ দিনে হবে পবিত্র রমজান মাস। আর আগামী ১০ এপ্রিল (বুধবার) ইদ পালিত হবে। ভারত এবং বাংলাদেশে আবার মঙ্গলবার চাঁদ দেখার চেষ্টা করা হবে।

আজ সন্ধ্যায় সকলের চোখ থাকবে আকাশের দিকে-

 

 

 


Show Full Article Share Now