দুর্গাপূজা (Photo Credits: Flickr)

এক সপ্তাহ নয়, আগামী বছর মহালয়ার (Mahalaya) একমাস পর অনুষ্ঠিত হবে দুর্গাপুজো (Durga Puja)। যা কিনা শারদোৎসবের ইতিহাসে বিরল৷ এমনিতে মহালয়ার ছ’দিন পর মহাষষ্ঠীতে (Maha Sasthi) হয় দেবীর বোধন (Bodhan)৷ সেই ভাবেই বাঙালি (Bangali) পুজোর প্রস্তুতি নেয়৷ এবছরও মহালয়ার আগের দিন থেকে কলকাতায় (Kolkata) পুজোর উদ্বোধন শুরু হয়েছে৷ কিন্তু সামনের বছর মহালয়ার ৩৫ দিন পর হবে দুর্গাপুজো৷ ২০২০ সালে মহালয়া ১৭ সেপ্টেম্বর৷ আর দেবীর বোধন অর্থাৎ মহাষষ্ঠী ২২ অক্টোবর৷ পুরোহিতদের দাবি অনুযায়ী দু’টি অমাবস্যা পড়ায় মল মাস হয়ে যাবে ১৪২৭ বঙ্গাব্দের আশ্বিন মাস (Aswin)৷ তাই আগামী বছর পুজো শরতে (Autumn) নয়, হবে হেমন্তে৷ ফলে শারদীয়া উৎসবও হবে হৈমন্তিক৷

বিশুদ্ধসিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস, এই দুটি পঞ্জিকা (Calandar) দেখেই পুজোর নিয়ম কানুন মানা হয়ে থাকে। সেই পঞ্জিকাই বলছে, আগামী বছর ১৭ সেপ্টেম্বর আশ্বিনের প্রথম দিন মহালয়া৷ ওই দিন অমাবস্যা পড়েছে৷ ১৬ অক্টোবর ফের অমাবস্যা৷ দুই অমাবস্যার ফাঁদে মল মাস হয়ে গিয়েছে আশ্বিন৷ ফলে কোনও শুভ কাজই এই মাসে অনুষ্ঠিত হবে না৷ সেই কারণে পুজো পিছিয়ে কার্তিকে চলে যাচ্ছে৷ তবে, মহালয়ার দিন নিয়ম মেনেই পিতৃতর্পণ হবে৷ শুধু বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ‘আশ্বিনের শারদ প্রাতে’ বলার ৩৫ দিন পর হবে অকালবোধন৷ আরও পড়ুন- Durga Puja 2019: নবপত্রিকা সম্পর্কে আপনি যা জানতেন সব মিথ্যে; গণেশের স্ত্রী নন, কলা বৌ আসলে গজাননের মা

উল্লেখ্য, এই ঘটনা ইতিহাসে বিরল হলেও নজিরবিহীন নয়। কারণ ইতিহাস বলছে এর আগে ১৯৮২ সালেও এমনটা ঘটেছে। এই বছর অর্থাৎ ২০১৯ সালের মহালয়া অনুষ্ঠিত হয়েছে ২৮ সেপ্টেম্বর। আজ এই বছর পুজোর মহাষষ্ঠী। দেবীর বোধন। আনন্দ উৎসবে মেতে উঠেছে বাংলা।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Loksabha Election 2024: 'পুজো উৎসব নয়', দুর্গা পুজো নিয়ে মন্তব্য হিমন্তের, অসমের মুখ্যমন্ত্রীকে 'বহিরাগত বাংলা বিরোধী' বলে তোপ তৃণমূলের

Mamata Banerjee Attacks BJP: শান্তিনিকেতন ও দুর্গা পুজো নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার, ভিডিয়োতে শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য

Durga Ratna Award 2023: রাজ্যপালের দুর্গারত্ন পুরস্কার ফেরাল টালা প্রত্যয়, ১০০ দিনের কাজের টাকা বকেয়ার প্রতিবাদে দুর্গারত্ন প্রত্যাখান লুমিনাসেরও

Durga Ratna: রাজ্যের সেরা চার পুজো বেছে নিলেন রাজ্যপাল, 'দুর্গারত্ন' সম্মান বিজয়ী কারা?

Durga puja Carnival 2023: রেড রোড সেজে উঠছে কার্নিভালের প্রস্তুতিতে থাকবে মোট ১০১ টি প্রতিমা (দেখুন ভিডিও)

Durga Puja 2023: 'আসছে বছর আবার হবে'-র দশমীতে ক্লান্তি-মনখারাপের মেঘ, সিঁদুর মাখা ছলছলে প্রতিমার মুখ দেখে আবেগে ভাসছে বাঙালি

Durga Puja 2023: মুম্বইয়ে ‘মুখার্জি’ বাড়ির পুজো, মা দুর্গার দর্শনে কাজল, ক্যাটরিনা, সোনমরা

Subho Bijoya Dashami 2023 Wishes In Bengali: রাত পোহালেই বিদায়বেলা, আত্মীয় পরিজনকে Whatsapp, Messenger, Facebook-এ পাঠান দশমীর শুভেচ্ছা