Durga Puja 2019: চতুর্থীতেই মণ্ডপমুখী দর্শক; বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ছে পুজোর কলকাতা
চতুর্থী থেকেই মণ্ডপমুখী হতে শুরু করেছেন দর্শক। ভিড় থেকে বাঁচতে আজ থেকেই কলকাতার (Kolkata) মানুষ ভিড় করছেন মণ্ডপে মণ্ডপে (Pandal)। তাই দর্শনার্থী থেকে আমজনতা কেউ যাতে বিপত্তির মুখে না পড়েন সেকথা মাথায় রেখেই আজ থেকে তিন শিফটে রাস্তায় নামছে পুলিশ। বিকেল সাড়ে তিনটে থেকে ভোররাত পর্যন্ত রাস্তায় থাকছেন পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা। দ্বিতীয় শিফটে রাত বারোটা থেকে পুলিশ রাস্তায় থাকবে সকাল আটটা পর্যন্ত। আরও একটি শিফটে পুলিশকর্মীরা থাকছেন বিকেল সাড়ে তিনটে পর্যন্ত। প্রথম দিন রাস্তায় থাকছে সাত হাজার অতিরিক্ত পুলিশ(Extra Police Force)।
কলকাতা, ২ অক্টোবর: চতুর্থী থেকেই মণ্ডপমুখী হতে শুরু করেছেন দর্শক। ভিড় থেকে বাঁচতে আজ থেকেই কলকাতার (Kolkata) মানুষ ভিড় করছেন মণ্ডপে মণ্ডপে (Pandal)। তাই দর্শনার্থী থেকে আমজনতা কেউ যাতে বিপত্তির মুখে না পড়েন সেকথা মাথায় রেখেই আজ থেকে তিন শিফটে রাস্তায় নামছে পুলিশ। বিকেল সাড়ে তিনটে থেকে ভোররাত পর্যন্ত রাস্তায় থাকছেন পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীরা। দ্বিতীয় শিফটে রাত বারোটা থেকে পুলিশ রাস্তায় থাকবে সকাল আটটা পর্যন্ত। আরও একটি শিফটে পুলিশকর্মীরা থাকছেন বিকেল সাড়ে তিনটে পর্যন্ত। প্রথম দিন রাস্তায় থাকছে সাত হাজার অতিরিক্ত পুলিশ(Extra Police Force)।
দেখুন গাইড ম্যাপ- KOLKATA TRAFFIC POLICE
জানা গিয়েছে, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ২০ হাজার অতিরিক্ত পুলিশ থাকবে রাস্তায়। কলকাতার বিশেষ ৪০টি মণ্ডপে থাকছে বিশেষ পুলিশি ব্যবস্থা। কলকাতা পুলিশের মহিলা পুলিশের সঙ্গে রাজ্য পুলিশ থেকে আসা ২০০ মহিলা পুলিশও পুজোর ডিউটি করবেন। ট্রাফিক পুলিশের সংখ্যা তিন হাজার। ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার চতুর্থী থেকে আলিপুরে বেইলি ব্রিজের উপর দিয়ে দক্ষিণ থেকে উত্তরের দিকে সারাদিন ধরেই ছোট গাড়ি চলাচল করবে। বেহালা থেকে এন আর অ্যাভিনিউ, বেইলি ব্রিজ পেরিয়ে আলিপুর পার্ক রোডে যাওয়া যাবে। আবার আলিপুর রোড থেকে চেতলা সেন্ট্রাল রোড বা ডায়মন্ডহারবার রোড অথবা বর্ধমান রোড হয়ে রিমাউন্ট রোড, হাইড রোড ও তারাতলা রোডে যাওয়া যাবে। লালবাজার জানিয়েছে, কলকাতায় এবার পুজোর সংখ্যা প্রায় ২ হাজার ৬০০। তারমধ্যে ১৮০টি বড় পুজো। পুলিশ কন্ট্রোল গাড়ি, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডে ১৩টি অতিরিক্ত গাড়ি, র্যাপিড সিটি পেট্রল, সাতটি মোবাইল পুলিশ অ্যাসিসট্যান্ট ভ্যান, গোয়েন্দা পুলিশের ৯টি মিসিং পার্সনস স্কোয়াডের টিম, পুলিশের ১৪টি ট্রমা অ্যাম্বুল্যান্স, গোয়েন্দাদের কম্পোজিট টিম, মোট ২৭টি কুইক রেসপন্স টিম থাকছে। পুজোর শহরে এবার ট্র্যাফিক বার্তা মিলবে গুগলেও। পুজোর শহরে রাস্তায় বেরিয়ে কোন পথে যাবেন, কোন রাস্তা সেই সময় বন্ধ রয়েছে-এ সমস্ত তথ্য মুহূর্তে স্মার্টফোনে গুগল ম্যাপে জেনে যাবেন শহরবাসী। আরও পড়ুন- Durga Puja 2019: ছুটির আমেজে আজ চতুর্থী থেকে ঠাকুর দেখার তাড়া, বৃষ্টি নিয়েই যত আশঙ্কা
গত ৩০ সেপ্টেম্বরই পুজর ট্র্যাফিক গাইড্যান্স ম্যাপ (Traffic Guidance Map) প্রকাশ করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মার (Anuj Sharma) হাতে উদ্বোধন হয়েছে এই গাইডলাইনের। এছাড়া এবার পুজোর সময় বাচ্চারা ভিড়ে কোনওভাবে হারিয়ে গেলে যাতে সহজে খুঁজে পাওয়া যায়, সেই উদ্দেশে তৈরি করা হয়েছে ' চাইল্ড আইডেন্টিটি ব্যাজ।' এই ব্যাজও এদিন প্রকাশ করা হয়। তাছাড়া এবার পুজোয় পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে ‘সেফ পুজো অ্যাওয়ার্ড’দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরে ইভটিজ়িং রুখতে সাদা পোষাকে নজরদারি চালাবে কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘দ্য উইনার্স।'
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)