Mumbai Shocker: মুম্বইয়ে বাস চুরির অভিযোগ, অসমের জঙ্গল থেকে ধৃত যুবক

ধৃত যুবকের নাম সুশীল ওরফে ঝনু দাস। অসমের নওগাঁও জেলার বাসিন্দা ওই যুবক চেম্বুরের প্রয়াগ নগরের একটি বস্তিতে থাকত।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বই: মুম্বইয়ের (Mumbai) চেম্বুরের (Chembur) মাহুল (Mahul) এলাকা থেকে পার্ক করে রাখা একটি বাস (bus) চুরি (Steal) করে অসমের (Assam) জঙ্গলে (jungle) গিয়ে লুকিয়ে ছিল। কিন্তু, তাতেও শেষরক্ষা হল না। মুম্বই পুলিশের একটি দল সেখান থেকেই গ্রেফতার করল ২৩ বছরের অভিযুক্ত যুবককে।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মাহুলগাঁও এলাকা থেকে একটি পার্ক করে রাখা বাস চুরি করার অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে। তারপরই ভারতীয় দণ্ডবিধির ৩৭৯ ধারায় একটি মামলা দায়ের করে ইন্সপেক্টর কিরণ মানড্রের নেতৃত্বে একটি দল গঠন করে তদন্ত শুরু করে পুলিশ। আরও পড়ুন: Bilawal Bhutto Zardari: প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে তীব্র আপত্তিজনক মন্তব্য, পাকিস্তানের বিলাবলের বক্তব্যকে 'অসভ্য' বলল দিল্লি

তদন্তে জানা যায়, দুটি ব্যক্তি এই অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। পরে আরও জানা যায় এই ঘটনার মূল অভিযুক্ত অসমের বাসিন্দা। আর চুরি করার পরে সে সেখানেই পালিয়ে গেছে। এরপরই মুম্বই পুলিশের একটি দল অসমের স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি অসমে গিয়ে পৌঁছয়।

এপ্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, অসমের যাওয়ার পরে মুম্বই পুলিশ আধিকারিকরা জানতে পারেন অভিযুক্ত জঙ্গলে গিয়ে লুকিয়ে রয়েছে। এরপরই অসম পুলিশের সঙ্গে মুম্বই পুলিশের ওই দল জঙ্গলে তল্লাশি চালাতে শুরু করে। আর তিন ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর গত ৮ ডিসেম্বর সকাল তিনটে নাগাদ গ্রেফতার হয় অভিযুক্ত যুবক। আরও পড়ুন:  India-China Clash: 'যুদ্ধের জন্য তৈরি চিন কিন্তু কেন্দ্র ঘুমোচ্ছে', কটাক্ষ রাহুলের

ধৃত যুবকের নাম সুশীল ওরফে ঝনু দাস। অসমের (Assam) নওগাঁও (Nagaon) জেলার বাসিন্দা ওই যুবক চেম্বুরের (Chembur) প্রয়াগ নগরের (Prayag Nagar) একটি বস্তিতে (slum) থাকত। বর্তমানে চুরি যাওয়া বাসটিকে উদ্ধার করার পাশাপাশি ধৃতের সঙ্গীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।