দিদির সম্পর্কে কী বললেন সংসদের বাইরে ধৃত যুবতীর ভাই! দেখুন ভিডিয়ো
বুধবার সংসদের বাইরে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার হয়েছে এক যুবতী।
ঝিন্দ: বুধবার সংসদের বাইরে (Outside the Parliament) বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার (arrest) হয়েছে এক যুবতী। আরও পড়ুন: Security Breach In Lok Sabha Video: জঙ্গি হামলার আতঙ্ক ফিরল লোকসভায়, সংসদে প্রবেশ ২ বহিরাগত যুবকের, তুমুল হট্টগোল
এপ্রসঙ্গে হরিয়ানার (Haryana) ঝিন্দের (Jind) বাসিন্দা ওই যুবতী নীলমের ভাই বলেন, "আমরা কেউ জানতামই না যে ও দিল্লি (Delhi) যাচ্ছে। আমরা সবাই জানতাম যে ও হিসারে (Hisar) আছে পড়াশোনার (studies) জন্য। গত পরশু ও আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। তারপর গতকাল ফিরে যায়। ও বিএ, এমএ বি এড, এম এড, সিটিইটি, এম ফিল এবং এনইটি পাশ করেছে। এর আগেও একাধিকবার ও বেকারত্বের (unemployment) বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে। কৃষকদের বিক্ষোভেও (farmers' protests) যোগ দিয়েছিল ও।" আরও পড়ুন: Job: আয়কর দফতরে বহু নিয়োগ, বেতন হতে পারে ১.৪২ লক্ষ পর্যন্ত
দেখুন ভিডিয়ো: