Nobel laureate Abhijit Banerjee: দেশে থাকলে নোবেল পাওয়া হত না: নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি
দেশে থাকলে নোবেল (Nobel) পেতাম না। জয়পুর সাহিত্য উৎসদে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করলেন নোবেল জয়ী ভারতীয়-অ্যামেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি (Nobel laureate Abhijit Banerjee)। তিনি বলেন, তার মানে এটা নয় যে ভারতে ভালো প্রতিভা নেই, তবে একটি নির্দিষ্ট ধরণের ব্যবস্থা দরকার। তাঁর ব্যাখ্যা, কোনও একজন ব্যক্তির পক্ষে এটি অর্জন সম্ভব নয়। অনেক কাজের জন্যই তাঁকে অন্যরা এই কৃতিত্ব অর্জন করেছেন।
জয়পুর, ২৬ জানুয়ারি: দেশে থাকলে নোবেল (Nobel) পেতাম না। জয়পুর সাহিত্য উৎসদে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করলেন নোবেল জয়ী ভারতীয়-অ্যামেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি (Nobel laureate Abhijit Banerjee)। তিনি বলেন, তার মানে এটা নয় যে ভারতে ভালো প্রতিভা নেই, তবে একটি নির্দিষ্ট ধরণের ব্যবস্থা দরকার। তাঁর ব্যাখ্যা, কোনও একজন ব্যক্তির পক্ষে এটি অর্জন সম্ভব নয়। অনেক কাজের জন্যই তাঁকে অন্যরা এই কৃতিত্ব অর্জন করেছেন।
অভিজিৎ ব্যানার্জি ১৯৬১ সালে ২১ ফেব্রুয়ারি মুম্বইতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা দীপক ব্যানার্জি ছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও অধ্যাপক এবং তাঁর মা নির্মলা ব্যানার্জি ছিলেন কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশাল সায়েন্সের অর্থনীতি বিভাগের অধ্যাপক। তিনি সাউথ পয়েন্ট স্কুল এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেন। যেখান থেকে ১৯৮১ সালে অর্থনীতিতে বি.এস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ১৯৮৩ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি অর্জন করেন। জেএনইউ তে পড়ার সময় তৎকালীন উপাচার্য পিএন শ্রীবাস্তবকে ঘেরাও করে বিদ্রোহ করার অপরাধে তাঁকে তিহার জেলে বন্দি করা হয়। পরবর্তীকালে তিনি জামিনে মুক্তি পান এবং ছাত্রদের উপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়। ১৯৮৮ সালে তিনি অর্থনীতিতে পিএইচডি করার জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অর্থনীতিতে পিএইচডি গবেষনায় তার বিষয় ছিল 'এসেস ইন ইনফরমেশন ইকোনমিকস' আরও পড়ুন: Nobel Laureate Abhijit Banerjee: ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি হয়েই নোবেল নিলেন অভিজিৎ ব্যানার্জি
২০১৯ সালে অমর্ত্য সেনের পরে দ্বিতীয় বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। একই সঙ্গে নোবেল সম্মান পান তাঁর স্ত্রী এস্থার ডাফলোও। পুরস্কৃত হলেন অর্থনীতিবিদ মাইকেল ক্রেমারও। নোবেল কমিটি জানাচ্ছে, দারিদ্র দূরীকরণ নিয়ে গবেষণার জন্যেই পুরস্কার দেওয়া হয় তিনজনকে। এস্থার অর্থনীতিতে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল প্রাপক। বিশ্বের দ্বিতীয় মহিলা হিসেবে অর্থনীতিতে নোবেল পেলেন তিনি।