Dalai Lama: স্বাধীন তিব্বতের দাবি থেকে সরে চিনের সঙ্গে আপোসের সুর দলাই লমাইয়ের গলায়

চিন নিয়ে সুর নরম করলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। ধরমশালায় সাংবাদিকদের দলাই লামা বললেন," আমার স্বাধীনতা চাইছি না।

ফাইল ফটো (Photo Credit: Instagram)

চিন নিয়ে সুর নরম করলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। সরলেন তিব্বতের দাবি থেকেও। ধরমশালায় সাংবাদিকদের দলাই লামা বললেন," আমার স্বাধীনতা চাইছি না। আমার সিদ্ধান্ত নিয়েছি চিনের সঙ্গেই থাকব।আমরা দীর্ঘদিন চিনের সঙ্গে আছি। আমরা আলাদা হতে চাই না আর, বরং চাই তিব্বতিদের স্বত্ত্বাকে গুরুত্ব দিক চিন।"

সঙ্গে দলাই লামা বলেন, "চিন বদলে যাচ্ছে। ভাল দিক হল চিন এখন বুঝতে পেরেছে তিব্বতের মানুষদের আত্মিক বিষয়টি। তাই তিব্বতের সমস্যার কথা বুঝতে পেরে ওরা (চিনের প্রশাসনিক কর্তারা) আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। আমি সব সময় আলোচনায় বসার পক্ষে। আমি বুঝতে পারছি চিন অফিসিয়ালি বা আনঅফিসিয়ালিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে।"আরও পড়ুন-টেক্সাসে ২৩ জনকে খুনের ঘটনায় বন্দুকবাজকে ৯০ বছরের সাজা শোনাল আদালত

দেখুন দলাই লামা কী বললেন

প্রসঙ্গত, ১৯৫১ সাল থেকে তিব্বতে আলাদা সরকারের নেতৃত্বে দিচ্ছেন দলাই লামা। তিব্বতের স্বায়ত্তশাসনের দাবি উড়িয়ে চিন সরকার গ্রেফতার করতে চায় দলাই লামাকে। ১৯৫৯ সালে চিন প্রশাসনের চোখে ধুলো দিয়ে দলাই লামা ভারতে আসেন। ভারত তাঁকে আশ্রয় দেয়।

পৃথক তিব্বত রাষ্ট্রের দাবিতি, তিব্বতের স্বাধীনতা আন্দোলন নিয়ে গোটা বিশ্বে প্রতিবাদ করেন তিব্বতিরা। শক্তিশালী চিন সরকারের বিরুদ্ধে তিব্বতিদের আলাদা দেশের জন্য লড়াই নিয়ে কম আলোচনা হয় না। তিব্বতের বেশ কয়েকজন আন্দোলনকারী এই ইস্যুতে আত্মহত্যাও করেছেন।