Rajkot: গরবা অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়ালকে তাক করে ছোঁড়া হল জলের বোতল

এবার গরবা চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে ছোঁড়া হল জলের বোতল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে (Rajkot)।

Video Screen Grab

রাজকোট, ২ অক্টোবর:  এবার গরবা চলাকালীন  অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে ছোঁড়া হল জলের বোতল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের রাজকোটে (Rajkot)। গরবা উপলক্ষে সেখানকার খোড়ালধাম মন্দিরে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। নিরাপত্তারক্ষী থেকে শুরু করে দলীয়কর্মীরা তাঁকে ঘিরেছিলেন। গরবা অনুষ্ঠানের মধ্যেই জনসংযোগের কাজ করতে করতে হাঁটছিলেন আম আদমি পার্টির প্রধান। আচমকা তাঁর সামনে দিয়ে উড়ে গিয়ে পড়ে একটি জলের বোতল। আরও পড়ুন-Durga Puja Weather Forecast: সপ্তমীতে ঘূর্ণাবর্তের গেরো, ভারী বর্ষণের মুখে দুই ২৪ পরগনা

বোতলটি কেজরিওয়ালকে লক্ষ্য করে পড়লেও তাঁর গায়ে লাগেনি। গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মাঝে মাঝেই জনসংযোগে আসছেন অরবিন্দ কেজরিওয়াল। তবে তাঁকে লক্ষ্য করে এহেন আক্রমণ এই প্রথম।

 



@endif