IPL Auction 2025 Live

Ayodhya: অযোধ্যায় রামমন্দিরের অনুষ্ঠানে উত্তরপ্রদেশের নেতাদের পাঠাচ্ছে কংগ্রেস, উদ্বোধনে খাড়গের উপস্থিতি নিয়ে এখনও ধন্দ

অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে বিজেপি তাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে তা বারবার দাবি করছে কংগ্রেস। কিন্তু অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে না গিয়ে হিন্দু ভোটব্য়াঙ্ককে হারানোর ঝুঁকি নিতে চাইছে না হাত শিবির।

Mallikarjun Kharge (Photo Credit: Instagram)

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করে ২০২৪ লোকসভা নির্বাচনে নিজেদের পালে হাওয়া টানতে মরিয়া বিজেপি। অযোধ্যায় রামমন্দির উদ্বোধন নিয়ে দেশবাসী যত আবেগে ভাসবে, ততই ভোটবাক্সে লাভ হবে পদ্মশিবিরের। এমনটা জানাচ্ছেন ভোট বিশেষজ্ঞরা। কংগ্রেস নেতারাও এক কথায় সেটা স্বীকার করছেন। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে বিজেপি তাদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে তা বারবার দাবি করছে কংগ্রেস। কিন্তু অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে না গিয়ে হিন্দু ভোটব্য়াঙ্ককে হারানোর ঝুঁকি নিতে চাইছে না হাত শিবির।আবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে যাওয়া মানেই নরেন্দ্র মোদী শো-য়ে দর্শক হিসেবে স্বীকৃতি দেওয়া।

প্রসঙ্গত, কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে-কে আমন্ত্রণ জানিয়েছে রামমন্দির ট্রাস্টের প্রধান।

দেখুন খবরটি

এই দ্বিধায় রামমন্দির উদ্বোধনে আমন্ত্রিত দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিত থাকা নিয়ে কংগ্রেস শিবিরে দ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে এরই মাঝে আগামী ১৫ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগে বেশ কিছু কার্যক্রমে যোগ দিতে উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই, ইউপিতে দলের দায়িত্বে থাকা অবিনাশ পান্ডে সহ হাত শিবিরের এক প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন। অযোধ্যায় রামমন্দির কোনও বিশেষ রাজনৈতিক দলের সম্পত্তি নয়, রামকে নিয়ে রাজনীতি বা ভোটব্যাঙ্কের হাতিয়ার নয়। ইউপি কংগ্রেসের নেতারা এমন দাবি করে অযোধ্যায় যাওয়ার কথা ঘোষণা করেন।