হিমাচলপ্রদেশের ধর্মশালায় নির্বাসিত তিব্বতিরা আয়োজন করলেন বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের; দালাই লামার দীর্ঘ জীবন কামনায় আয়োজিত অনুষ্ঠান শেষ হল গতকাল

দালাই লামা (Dalai Lama) এবং গুরু পদ্মস্বভাবের (Guru Padmasabhava) দীর্ঘ জীবন (Long Life) কামনা করে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের (Special Prayer Service) আয়োজন করেছিলেন নির্বাসিত তিব্বতিরা (Tibetans In Exile)। হিমাচলপ্রদেশের ধর্মশালায় (Dharamshala In Himachal Pradesh) আয়োজিত হয় অনুষ্ঠান। চলতি মাসেরই ২৪ তারিখ থেকে শুরু হয়ে ২৮ তারিখ অর্থাৎ গতকাল পর্যন্ত চলে এই প্রার্থনা অনুষ্ঠান। প্রতি বছরই ৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে তিব্বতীয় সুরক্ষা বিভাগ।

দালাই লামা (Photo Credits: PTI)

ধর্মশালা, ২৯ সেপ্টেম্বর: দালাই লামা (Dalai Lama) এবং গুরু পদ্মস্বভাবের (Guru Padmasabhava) দীর্ঘ জীবন (Long Life) কামনা করে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের (Special Prayer Service) আয়োজন করেছিলেন নির্বাসিত তিব্বতিরা (Tibetans In Exile)। হিমাচলপ্রদেশের ধর্মশালায় (Dharamshala In Himachal Pradesh) আয়োজিত হয় অনুষ্ঠান। চলতি মাসেরই ২৪ তারিখ থেকে শুরু হয়ে ২৮ তারিখ অর্থাৎ গতকাল পর্যন্ত চলে এই প্রার্থনা অনুষ্ঠান। প্রতি বছরই ৫ দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে তিব্বতীয় সুরক্ষা বিভাগ।

তিব্বতি স্বেচ্ছাসেবক তেসেন দাওয়া জানান, "আমরা গুরু পদ্মস্বভাবের জন্য খুব বড় এবং বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। এটি বার্ষিক অনুষ্ঠান। ধর্মশালার মানুষ, সমস্ত তিব্বতি এবং বিশেষত সুরক্ষা বিভাগ এখানে এই পাঁচ দিনের প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করছি। গুরু দলাই লামার দীর্ঘজীবনের জন্যও প্রার্থনা করেছি। " ফরাসী অনুগামী ভ্যালারি ফ্যাসলেট জানান, "আমরা গুরু রিনপোচে পদ্মস্বভাবের জন্য পাঁচ দিন ব্যাপী পূজার আয়োজন করেছিলাম। এটি বার্ষিক প্রার্থনা, যার আয়োজন করে থাকেন তিব্বতি সেনাবাহিনী। সেই সঙ্গেই আমরা গুরু পদ্মস্বভাব এবং দালাই লামার দীর্ঘজীবন কামনা করেও প্রার্থনা করছি।" আরও পড়ুন- Uttarakhand: ত্রানের কাজে গিয়ে উত্তর কাশীতে কপ্টার দুর্ঘটনা, মেঘ ভাঙা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরাখণ্ড

জানা গিয়েছে, বহু সন্ন্যাসী-সন্ন্যাসিনী (Monk-Nun) থেকে অনুগামীরা (Follower) সহ কয়েক হাজার তিব্বতি প্রার্থী এই ৫ দিনের সেবাতে অংশ নিতে ম্যাকলিউডগঞ্জ ধর্মশালায় অবস্থিত মূল বৌদ্ধ মন্দির (Buddhist Temple) সুগলাগখাং-এ সমবেত হন। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর নির্বাসিত তিব্বত সরকার ধর্মশালার ম্যাকলিউডগঞ্জ বিহারে তাদের ৫৯ তম গণতন্ত্র দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হিমাচলপ্রদেশের নগর উন্নয়ন ও নগর পরিকল্পনা মন্ত্রী সরবীন চৌধুরী (Sarvin Chowdhury)।