Motor-Health Insurance Validity: বেড়েছে লকডাউন, গাড়ি ও স্বাস্থ্য বিমার প্রিয়িয়াম ডেটলাইন বাড়াল কেন্দ্র; কবে জানেন?
চলতি বছরে গাড়ি ও স্বাস্থ্য বিমার ( health insurance) প্রিমিয়াম জমা দেওয়ার ডেটলাইন ছিল আগামী ২১ এপ্রিল। তবে করোনা বিধ্বস্ত পরিস্থিতিতে বীমাকারীদের জন্য সুখবর, কেন্দ্র গাড়ি ও স্বাস্থ্য বিমার পলিসি ডেট বাড়িয়ে দিল ১৫ মে পর্যন্ত। মূলত করোনার সংক্রমণ রুখতে কেন্দ্র আগেই লকডাউনের সময়সীমা বাড়িতে ৩ মে করেছে। স্বাভাবিক ভাবেই বিমার প্রিমিয়াম জমার দিনও বাড়াতে হল। আগে কেন্দ্র প্রিমিয়াম জমার দিন ঠিক করেছিল ২১ এপ্রিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী দেশে প্রথম লকডাউন শুরু হয় গত ২৪ মার্চ। গত ১৪ এপ্রিল সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে লকডাউনের শেষদিন প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ের লকডাউন ঘোষণা করেন।
নতুন দিল্লি, ১৬ এপ্রিল: চলতি বছরে গাড়ি ও স্বাস্থ্য বিমার ( health insurance) প্রিমিয়াম জমা দেওয়ার ডেটলাইন ছিল আগামী ২১ এপ্রিল। তবে করোনা বিধ্বস্ত পরিস্থিতিতে বীমাকারীদের জন্য সুখবর, কেন্দ্র গাড়ি ও স্বাস্থ্য বিমার পলিসি ডেট বাড়িয়ে দিল ১৫ মে পর্যন্ত। মূলত করোনার সংক্রমণ রুখতে কেন্দ্র আগেই লকডাউনের সময়সীমা বাড়িতে ৩ মে করেছে। স্বাভাবিক ভাবেই বিমার প্রিমিয়াম জমার দিনও বাড়াতে হল। আগে কেন্দ্র প্রিমিয়াম জমার দিন ঠিক করেছিল ২১ এপ্রিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী দেশে প্রথম লকডাউন শুরু হয় গত ২৪ মার্চ। গত ১৪ এপ্রিল সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। তবে লকডাউনের শেষদিন প্রধানমন্ত্রী দ্বিতীয় পর্যায়ের লকডাউন ঘোষণা করেন।
গাড়ির বিমা করতে হলে মনে রাখতে হবে কোনও দ্বিতীয় ব্যক্তির দ্বারা গাড়ি ক্ষতিগ্রস্ত হলেই টাকা দেবে বিমা সংস্থা। নচেৎ নয়। অর্থাঁ গাড়ির মালিকের হাতে যদি তা ক্ষতিগ্রস্ত হয় তবে বিমার আওতায় আসবে না। বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্তের (COVID-19 tally) সংখ্যা ১২ হাজার ৩৮০। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০, ৪৭৭ জন। ১৪৮৮ জন ইতিমধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। মৃতের সংখ্যা ৪১৪ ছুঁয়েছে। মৃতদের মধ্যে একজন বিদেশি। তাঁর দেহ ফেরানো হয়েছে। বুধবার পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৮৭। দিল্লিতে ১,৫৬১ জন। তামিলনাড়ুতে ১ হাজার ২০৪ জন, রাজস্থানে ১ হাজার ৫, মধ্যপ্রদেশে ৯৮৭ জন, উত্তরপ্রদেশে ৭৩৫ জন, গুজরাটে ৬৯৫ জন, তেলেঙ্গানায় ৬৪৭ জন, অন্ধ্রপ্রদেশে ৫০৩ জন ও কেরালায় ৩৮৭ জন। আরও পড়ুন- Remote-Controlled Robot: সংক্রমণ রুখতে করোনা রোগীকে খাবার-ওষুধ দেবে ‘কো-বট’, রিমোট চালিত রোবট তৈরি হল চাইবাসায়
হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ভারতে টেস্টের সংখ্যাও বাড়াতে হয়েছে। আইসিএমআর এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত ২ লক্ষ ৭৪ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। কোভিড-১৯ টেস্টের জন্য ১৭৬টি সরকারি ল্যাব ও ৭৮টি বেসরকারি ল্যাবকে নির্বাচন করা হয়েছে।