SC On Pregnancy Termination: 'আমরা একটা শিশুকে কোনওভাবেই হত্যা করতে পারি না', গর্ভপাতের আবেদনে মন্তব্য সুপ্রিম কোর্টের

২৬ সপ্তাহের গর্ভবতী একজন বিবাহিত মহিলা () গর্ভপাতের আবেদন জানিয়ে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে। বুধবার এই মামলার রায় দিতে গিয়ে মতান্তর হয় সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে।

ফাইল ফটো (Photo Credit: Wikimedia Commons)

নয়াদিল্লি: ২৬ সপ্তাহের গর্ভবতী (26-Week Pregnancy) একজন বিবাহিত মহিলা (Married Woman) গর্ভপাতের (Pregnancy Termination) আবেদন জানিয়ে মামলা করেছিলেন সুপ্রিম কোর্টে (Supreme Court)। বুধবার এই মামলার রায় দিতে গিয়ে মতান্তর হয় সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে। একজন গর্ভপাতের পক্ষে থাকলেও অন্যজন বিপক্ষে ছিলেন।

বৃহস্পতিবার এই আবেদনের প্রসঙ্গে সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দিল, 'আমরা একটি শিশুকে কোনওভাবে হত্যা করতে পারি না (We Can't Kill a Child)'। বিচারপতিরা এপ্রসঙ্গে মা (Mother) ও অনাগত সন্তানের (unborn child) দু-জনেরই বেঁচে থাকার অধিকারের মধ্যে সাম্যতা বজায় রাখার কথা বলেন। আরও পড়ুন: Mohan Bhagwat On Santana: 'সনাতন ধর্মের জন্যই চলছে বিশ্ব', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন মোহন ভাগবত

বুধবার সেই মামলার রায় ঘোষণা করতে গিয়ে মতান্তর (split order) দেখা দিল ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে। বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli) বলেন, তাঁর বিচারবিভাগীয় বিবেক (judicial conscience) ওই মহিলাকে গর্ভপাতের অনুমতি দিতে (permit) চাইছে না। অন্যদিকে ভিন্ন মত (Expressing disagreement) প্রকাশ করে বিচারপতি বিভি নাগারথনা (Justice BV Nagarathna) বলেন, ওই মহিলার সিদ্ধান্তকে (decision) অবশ্যই সম্মান (respected) জানাতে হবে। কারণ, তিনি গর্ভাবস্থার অবসানের মধ্যে দিয়ে যেতে চেয়েছিলেন। আরও পড়ুন: Robbery At Gunpoint: পেট্রল পাম্পের কর্মীর কপালে বন্দুক ধরে ডাকাতি, ভয়াবহ ভিডিয়ো

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now