প্রতীকী ছবি

চুরির অভিযোগে বন্ধুদের কাছে মার খেয়ে মৃত্যু হল এক ১৪ বছরের কিশোরের। গত ৩১ মার্চ দিল্লির (Delhii) নারেলাতে ঘটনাটি ঘটেছিল। এই ঘটনার ৬ অভিযুক্ত সেদিন থেকে গা ঢাকা দিয়েছিল। অবশেষে শুক্রবার দিল্লির পাশ্ববর্তী অঞ্চল থেকে ১ কিশোর সহ ৬ যুবককে গ্রেফতার করা হয়।

অভিযুক্তদের মধ্যে রোহিনী এলাকার বাসিন্দা আয়ুশ (১৯), নারেলার শিবাংশ (১৯), বাঙ্কনেরের বাসিন্দা মোহিত (২১), বাঙ্কনেরের বছর ১৭-এর এক কিশোর, দীপক ও প্রতীক। পুলিশ জেরা করে জানতে পেরেছে, মৃত কিশোর বিশাল দীপকের দোকানে ডেলিভারি বয় হিসেবে কাজ করত। তাঁর দোকান থেকে ব্যাটারি নিয়ে ক্রেতাদের বাড়িতে দিয়ে আসত বিশাল। তবে দীপকের সন্দেহ হয় যে বিশাল এবং তাঁর বন্ধুরা ব্যাটারি চুরি করছে।

এই সন্দেহে দীপক একদিন ওই কিশোরের বাড়িতে  যায়। কিন্তু বিশাল তাঁকে স্থানীয় একটি পুকুরের সামনে গিয়ে অপেক্ষা করতে বলে। ৩১ মার্চ বেলা ২-৩টের দিকে তাঁদের কথা হয়। বিশাল চুরির বিষয় স্বীকার না করলে দীপক তাঁর বন্ধুদের ডাকে। এরপর বিশালকে মোটা তার দিয়ে মারধর করে বাইকে বসিয়ে লামপুর গ্রামের একটি চাষের জমিতে নিয়ে যায়। সেখানে তাঁকে ফের মারধর করে। আর তারপরেই মৃত্যু ঘটে ওই কিশোরের।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Uttar Pradesh: প্রচণ্ড গরম মাথায় নিয়েই চলেছে চব্বিশের লোকসভা নির্বাচন, শেষ দফায় তাপপ্রবাহের জেরে ভোটের বলি ৩৩ ভোটকর্মী

Arvind Kejriwal: রায় সংরক্ষিত, রবিবার তিহাড়ে ফিরতে হবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে

Salman Khan: ফের জীবন ঝুঁকি, সলমনকে গুলি করে খুনের ছক লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, মুম্বই পুলিশের জালে ৪ অভিযুক্ত

Mathura Encounter: জেল থেকে পালাতে গিয়ে পুলিশি এনকাউন্টারে মৃত্যু ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি

Swati Maliwal Assault Row: 'কেজরির ড্রয়িং রুমে বিভব কুমার তাঁকে বাজেভাবে মারধর করেন', দাবি স্বাতী মালিওয়ালের

Heatwave In India: তীব্র গরমে ফুটছে ভারতের একাধিক রাজ্য, তাপপ্রবাহের জেরে দেশ জুড়ে ৫৪ জনের মৃত্যু

Heat Stroke Prevention: প্রচণ্ড গরমের জেরে গোটা দেশে বাড়ছে মৃত্যুর সংখ্যা, জেনে নিন হিট স্ট্রোকের লক্ষণ ও প্রতিরোধের উপায়...

Odisha: তীব্র তাপপ্রবাহের জেরে বাড়ছে হটস্ট্রোক, ওড়িশায় গরমের বলি ১০