Same-Sex Marriage In India: সমকামী বিয়ে, ভারতীয় তামিল ব্রাহ্মণকন্যা বিয়ে করলেন বাংলাদেশী তরুণীকে
ভারতে সমকামী বিয়ে (Same-Sex Marriage In India)। কানাডাবাসী এক তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে সুবিক্ষা সুব্রমনি, প্রেমে পড়েন টিনা নামের এক বাংলাদেশের গোঁড়া হিন্দু পরিবারের মেয়ের।
চেন্নাই, ৬ সেপ্টেম্বর: ভারতে সমকামী বিয়ে (Same-Sex Marriage In India)। কানাডাবাসী এক তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে সুবিক্ষা সুব্রমনি, প্রেমে পড়েন টিনা নামের এক বাংলাদেশের গোঁড়া হিন্দু পরিবারের মেয়ের। অনেকদিন আগেই আইনত বিবাহ সম্পন্ন হলেও এবার সামাজিক বিবাহের আবদ্ধ হলেন তাঁরা। একটি অনলাইন অ্যাপে তাঁদের পরিচয় হয়েছিল। আরও পড়ুন-হGiant Python Slithers Over BJP MLA’s House Door: বিজেপি নেতার দরজায় বিশালাকৃতি পাইথন, দেখুন হাড়হিম করা ভিডিও
আশ্চর্যভাবে তাঁদের বিয়ে সম্পূর্ণ তামিল রীতিতে হয়েছে। ২৯ বছর বয়সী চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট সুবিক্ষা জানিয়েছেন যে তিনি খুবই চিন্তিত ছিলেন তাঁর বাড়ির লোকদের নিয়ে। বড়রা এই সম্পর্ক মানবেন কিনা। কিন্তু তাঁদের পরিবারের সবাই এই সম্পর্ক মেনে নিয়েছেন এবং সকলের মতামত নিয়েই বিয়ে হয়েছে।
তিনি আরও জানিয়েছেন, যে তিনি যেমনটি চেয়েছিলেন তাঁর পরিবারের সকলের সামনে মা বাবার সম্পূর্ণ মত নিয়ে সমস্ত ব্রাহ্মণ রীতি মেনে তাঁর বিয়ে হোক এবং তেমনটাই হয়েছে। তাঁর মা পূর্ণপুশকলা সুব্রমনিয়ম জানিয়েছেন তিনি চিন্তিত ছিলেন যে সমাজ এই বিয়ে কেমন ভাবে নেবে কিন্তু সুবিক্ষা তাঁদের বুঝিয়েছেন। তিনি ও তাঁর স্বামী তাদের মনোভাব পাল্টানোর জন্য কাউন্সেলিং - ও করিয়েছেন এবং সর্বোপরি তাঁরা তাঁদের মেয়ের সুখকেই সমাজের চেয়ে বড় করে দেখেছেন।
৩৫ বছরের টিনা জানিয়েছেন তিনি আগে একজনকে বিয়ে করেছিলেন , তবে তা টেকেনি। ২০০৩ সালে তিনি তাঁর বাবা মায়ের সঙ্গে কানাডা চলে আসেন এবং দিদির কাছে থাকেন। এখন তিনি ক্যালিগেরির পেশেন্ট কেয়ার ফুটহিলস স্বাস্থ্য দপ্তরে কাজ করেন। তিনি জানিয়েছেন, আগে থেকেই সমকামী মনোভাব ছিল কিন্তু তাঁর বাবা মা এগুলি মানসিক সমস্যা ভেবে ১৯ বছরেই এক ব্যক্তির সঙ্গে বিয়ে দিয়ে দেন।
টিনার দিদি প্রথমে এই সম্পর্ক মেনে নেননি। কিন্তু পরে তিনি এই সম্পর্ক মেনে নেন। এবং আশ্চর্যভাবে সুবিক্ষার ৮৪ বছরের ঠাকুমাও এই বিয়ে মেনে নিয়েছেন ও আশীর্বাদ করেছেন দম্পতিকে।
তাঁদের এই বিয়ে সম্পন্ন করেছেন সৌরভ বোন্দ্রে নামক এক সংস্কৃতের পণ্ডিত এবং শিক্ষক। তিনি জানিয়েছেন এটি তাঁর পরিচালিত চতুর্থ সমকামী বিয়ে। এবং এই ক্ষেত্রে তাঁদের অভিভাবকের সমর্থন আছে দেখে তাঁর ভালো লাগছে কারণ এরকম সবসময় হয়না।
সৌরভ বোন্দ্রে বলেছেন, “হিন্দু পুরোহিতরা সবসময়ই সমকামী বিবাহ সমর্থন করেন। তবে অনেকসময় এই বিয়েতে পৌরহিত্য করলে তাঁদের চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে। নবদম্পতি ভেবেছেন তাঁরা বিয়ের পর দক্ষিণ পূর্ব আফ্রিকা ঘুরে তারপর ফিরবেন ক্যালিগেরিতে।”