RBI: দেশের ৫টি ব্যাঙ্কে কড়া নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, দেখে নিন কোন কোন ব্যাঙ্ক আছে তালিকায়
আর বি আই -এর জারি করা বিবৃতি অনুসারে, এই ব্যাঙ্কগুলির উপর এই নিষেধাজ্ঞা আগামী ৬ মাস পর্যন্ত থাকবে, অর্থাৎ, ব্যাঙ্কের গ্রাহকরা পরবর্তী ৬ মাস টাকা তুলতে পারবেন না। এর পাশাপাশি এই ব্যাঙ্কগুলি আরবিআইকে আগে থেকে না জানিয়ে কোন ঋণ অনুমোদন করতে পারবে না বা কোনও ধরণের বিনিয়োগ করতে পারবে না।
৫টি ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। জানা গেছে এখন এই ৫টি ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে পারবেন না। এর পাশাপাশি এসব ব্যাংকের ওপর আরো অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্যাঙ্কগুলির অবনতিশীল অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে আর বি আই এই ব্যাঙ্কগুলির উপর বিধিনিষেধ আরোপ করেছে। এই তালিকায় কোন কোন ব্যাঙ্কের নাম রয়েছে তা দেখে নেওয়া যাক।
যে ব্যাঙ্কগুলির গ্রাহকরা ৫০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন না সেগুলি হল-
উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এইচসিবিএল সহকারী ব্যাঙ্ক (HCBL Sahakari Bank, Lucknow ) লখনউ শাখা। মহারাষ্ট্র (Maharashtra)এর আদর্শ মহিলা নগরী সহকারী ব্যাঙ্ক লিমিটেড, ঔরঙ্গাবাদ শাখা(Adarsh Mahila Nagari Sahakari Bank Limited, Aurangabad )। কর্নাটকের(Karnataka) শিমশা সহকারি ব্যাঙ্ক রেগুলার, মাদ্দুর, মান্ডা শাখা (Shimsha Sahakari Bank Regular, Maddur, Mandya ) এর বর্তমান নগদ অবস্থানের কারণে, এই ব্যাঙ্কগুলির গ্রাহকরা ব্যাঙ্কগুলি তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে না৷
যে ব্যাঙ্কগুলির গ্রাহকরা ৫০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন সেগুলি হল-
অন্ধ্রপ্রদেশের উরভাকোন্ডা কো-অপারেটিভ মিউনিসিপ্যাল ব্যাঙ্ক, উরভাকোন্ডা শাখা (অনন্তপুর জেলা) (Urvakonda Co-operative Municipal Bank, Urvakonda) এবং মহারাষ্ট্রের শঙ্কররাও মোহিতে পাটিল কো-অপারেটিভ ব্যাঙ্ক, আকলুজ শাখার( Shankarrao Mohite Patil Co-operative Bank, Akluj ) গ্রাহকরা ৫০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।
আর বি আই -এর জারি করা বিবৃতি অনুসারে, এই ব্যাঙ্কগুলির উপর এই নিষেধাজ্ঞা আগামী ৬ মাস পর্যন্ত থাকবে, অর্থাৎ, ব্যাঙ্কের গ্রাহকরা পরবর্তী ৬ মাস টাকা তুলতে পারবেন না। এর পাশাপাশি এই ব্যাঙ্কগুলি আরবিআইকে আগে থেকে না জানিয়ে কোন ঋণ অনুমোদন করতে পারবে না বা কোনও ধরণের বিনিয়োগ করতে পারবে না।
বিধিনিষেধ আরোপের ফলে এখন এই ব্যাঙ্কগুলির কোনও ধরণের ঋণ দেওয়ার অধিকারও নেই। এ ছাড়া নতুন কোনো দায় নেওয়া যাবে না। এর পাশাপাশি কোনো প্রকার সম্পত্তির লেনদেন বা অন্য কোনো ব্যবহার করা যাবে না।
গ্রাহকরা পাবেন ৫ লাখ টাকা
আরবিআই জানিয়েছে যে পাঁচটি সমবায় ব্যাঙ্কের যোগ্য আমানতকারীরা ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আমানত বীমা দাবির পরিমাণ পাওয়ার অধিকারী হবেন।