Rajnath Singh : "প্রত্যেক সেনা আমাদের পরিবারের সদস্যের মতন", রাজৌরিতে সেনাদের সঙ্গে সাক্ষাতের পর জানালেন রাজনাথ সিং
রাজৌরিতে পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনাও সারেন প্রতিরক্ষামন্ত্রী
পুঞ্চে ৪ ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার পর সেখানকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার জম্মুতে গেলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি তিনি উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন রাজনাথ সিং।
জম্মুতে তিনি জানান, "আমি আহত সৈনিকদের দ্রুত সুস্থতা কামনা করি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, সেনাদের আহত হওয়ার কথা বিবেচনা করে সমস্ত ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কোন ফাক রাখা হবে না বলে জানিয়েছেন তিনি। প্রত্যেক সেনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমি মনে করি প্রত্যেক সেনা আমার পরিবারের সদস্য। এই ভাবনাটি আমাদের সবার মধ্যেই রয়েছে।এই ভাবনা আমাদের দেশবাসীর মধ্যেই রয়েছে। আমাদের সেনা বা দেশবাসীর দিকে কেউ নজর দেবে সেটা আমরা সহ্য করতে পারি না। "
আগার তুলনায় বর্তমানে আরও স্বয়ং সম্পূর্ণ হয়েছে সেনা বলে জানিয়েছে রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পাশপাশি এই পরিদর্শনে উপস্থিত ছিলেন চিফ অফ আর্মি স্টাফ মনোজ পান্ডে।
কয়েকদিন আগে রাজৌরির ডেরা কি গলিতে যাওয়ার সময় সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হতে হয় ভারতীয় সেনার বেশ কিছু জওয়ান কে। এই ঘটনায় ৪ জন সেনা নিহত হন। এবং আরও বেশ কিছু আহত হন। ঘটনার পাল্টা হিসেবে রাষ্ট্রীয় রাইফেলসের তরফে তল্লাশি শুরু করা হয় ডেরা কি গলি জঙ্গলে।