Covid Guidelines For Train: স্টেশনে, ট্রেনে মাস্ক না পরেল ৫০০ টাকা জরিমানা দিতে হবে

কোভিড তৃতীয় ঢেউয়ের (Covid Third Wave) সম্ভাবনার কথা মাথায় রেখে ট্রেনে চলাচলের ক্ষেত্রে কোভিড বিধির মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়াল রেল (Railway)। নতুন নির্দেশিকায় রেল জানিয়েছে যে স্টেশন চত্বর এবং ট্রেনে মাস্ক না পরলে যাত্রীদের ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। গত এপ্রিল মাসে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে রেলও আলাদা করে কোভিড বিধি জারি করে।

প্রতীকী ছবি। (Photo Credits: Youtube/Screengrab)

নতুনদিল্লি, ৭ অক্টোবর: কোভিড তৃতীয় ঢেউয়ের (Covid Third Wave) সম্ভাবনার কথা মাথায় রেখে ট্রেনে চলাচলের ক্ষেত্রে কোভিড বিধির মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়াল রেল (Railway)। নতুন নির্দেশিকায় রেল জানিয়েছে যে স্টেশন চত্বর এবং ট্রেনে মাস্ক না পরলে যাত্রীদের ৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। গত এপ্রিল মাসে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা মেনে রেলও আলাদা করে কোভিড বিধি জারি করে।

সেই সময় রেলের তরফে নির্দেশিকায় বলা হয়েছিল, স্বাস্থ্য মন্ত্রকের সমস্ত কোভিড বিধি স্টেশন চত্বরে যাত্রীদের মেনে চলতে হবে। আর এই নিয়ম লঙ্ঘন করলে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নিয়মই আগামী ৬ মাস বহাল রাখল রেল। আরও পড়ুন: Nobel Prize in Literature 2021: সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন আবদুলরাজাক গুরনাহ

দূর পাল্লার ট্রেন চালু করা হলেও বেশ কয়েকটি রাজ্যে এখনও লোকাল ট্রেন চালু হয়নি। পশ্চিমবঙ্গে এখনও স্টাফ স্পেশাল ট্রেন চালু রয়েছে। কবে নাগাদ রাজ্যে লোকাল ট্রেন চালানোর সম্মতি দেবে রাজ্য সরকার, তা অবশ্য এখনও খোলসা করে কিছু বলেনি নবান্ন।

মনে করা হচ্ছে, পুজোর পর কোভিড পরিস্থিতি কী দাঁড়াবে, সেটা দেখেই লোকাল ট্রেন চলার অনুমতি দিতে পারে রাজ্য সরকার।