প্রশান্ত কিশোর

দিল্লি, ১৪ জুলাই: প্রশান্ত কিশোর (Prashant Kishor) কি এবার কংগ্রেসে যোগ দিচ্ছেন? দিল্লিতে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে ভোট কৌশুলির বৈঠকের পর এমনই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রশান্ত কিশোরের মতো পরীক্ষিত ভোট কৌশুলির হাত ধরেই কি কংগ্রেস (Congress) ফের জাতীয় রাজনীতিতে হারানো জমি ফিরে পেতে চাইছে, এমন জল্পনাও শুরু হয়েছে।

সূত্রের খবর, বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন নিয়ে গান্ধীদের সঙ্গে সম্প্রতি বৈঠকে বসেন প্রশান্ত কিশোর। বিজেপি (BJP) বিরোধী জোটের রূপরেখা কেমন হতে পারে, তা নিয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে একপ্রস্থ আলোচনা করেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা।

আরও পড়ুন: Afghanistan: বাড়ছে তালিবানের দাপট, আলোচনা ফলপ্রসূ না হলে ভারতের 'সামরিক সাহায্য' চায় আফগানিস্তান

জানা যাচ্ছে, মঙ্গলবার রাহুল গান্ধীর (Rahul Gandhi) দিল্লির বাসভবনে যখন প্রশান্ত কিশোর হাজির হন, সেই সময় সেখানে ছিলেন সোনিয়া গান্ধীও। এই প্রথম নয়, এর আগেও প্রশান্ত কিশোরের সঙ্গে গান্ধীরা বেশ কয়েক দফায় পরপর বৈঠকে বসেন। পাশপাশি মঙ্গলবার রাহুল গান্ধীর বাসভবনে পাঞ্জাব, উত্তরপ্রদেশ নির্বাচনের পাশপাশি লোকসভা নির্বাচন নিয়েও বহুক্ষণ আলোচনা হয় বলে খবর।

সম্প্রতি পশ্চিমবঙ্গ (West Bengal) এবং তামিলনাড়ু (Tamil Nadu) নির্বাচনে প্রশান্ত কিশোরের ভোট কৌশলে বাজিমাত হয়। পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু নির্বাচনের পর থেকে কেন্দ্রে বিজেপি বিরোধী শক্তি শক্তিতে কীভাবে বাজিমাত করা হবে, তা নিয়ে জোর আলোচনা চলছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Uttar Pradesh: প্রচণ্ড গরম মাথায় নিয়েই চলেছে চব্বিশের লোকসভা নির্বাচন, শেষ দফায় তাপপ্রবাহের জেরে ভোটের বলি ৩৩ ভোটকর্মী

Lok Sabha Elections 2024 WB Exit Poll: বাংলায় কে কটা আসন পেতে পারে, এক্সিট পোলের বাইরে দলগুলির অন্দরের হিসেব কী বলছে

Exit Poll 2024: দক্ষিণ ভারতে দাগ কাটছে বিজেপি, এক্সিট পোলে মোদী হাওয়ার আভাস

INDIA Meeting: বিজেপি আড়াশোর নিচে গেলে খেলা হবে! খাড়গের বাসভবনে ইন্ডিয়ার বৈঠকে পাওয়ার, কেজরি, তেজস্বীরা

Lok Sabha Elections 2024: '২০১১ সাল থেকে ভোট দিতে পারিনি', শেষ দফার নির্বাচনে ভোট দিয়ে বললেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র

Loksabha Election 2024: ইন্ডিয়া জোটের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে?

Lok Sabha Election 2024:লোকসভা নির্বাচনে জনসভার ডাবল সেঞ্চুরির রেকর্ড তেজস্বীর, প্রধানমন্ত্রী কত জনসভা ও রোড শো করেছেন? জানুন এখানে

Manmohan Singh: বিগত ১০ বছর ধরে পঞ্জাবিদের অসম্মান করে এসেছেন মোদী! মন্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের