Pragya Singh Thakur: উড়োচিঠি এল প্রজ্ঞা সিং ঠাকুরের ঠিকানায়, মিলল পাউডারসদৃশ রহস্যপদার্থ

ভোপালের সাংসদ (Bhopal MP) তথা বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুরের (Pragya Singh Thakur) ঠিকানায় এল উড়োচিঠি। ডাকযোগে আসা রহস্যজনক ওই চিঠিটি লেখা উর্দু ভাষায়। কে বা কারা চিঠিটি পাঠিয়েছেন সে বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি এখনও। সেই রহস্যের কিনারা করতেই গতকাল সোমবার ভোপাল পুলিশ পৌঁছে বিজেপি নেত্রীর বাড়ি। চিঠিটি এসেছে তাঁর ভোপালের বাড়ির ঠিকানাতে।

প্রজ্ঞা সিং ঠাকুর (Photo Credit: IANS)

ভোপাল, ১৪ জানুয়ারি: ভোপালের সাংসদ (Bhopal MP) তথা বিজেপি নেত্রী প্রজ্ঞা সিং ঠাকুরের (Pragya Singh Thakur) ঠিকানায় এল উড়োচিঠি। ডাকযোগে আসা রহস্যজনক ওই চিঠিটি লেখা উর্দু ভাষায়। কে বা কারা চিঠিটি পাঠিয়েছেন সে বিষয়ে সঠিকভাবে কিছু জানা যায়নি এখনও। সেই রহস্যের কিনারা করতেই গতকাল সোমবার ভোপাল পুলিশ পৌঁছে বিজেপি নেত্রীর বাড়ি। চিঠিটি এসেছে তাঁর ভোপালের বাড়ির ঠিকানাতে।

পুলিশ জানিয়েছে, উর্দুতে লেখা চিঠিটির (Letter) সঙ্গে পাউডার সদৃশ একটি পদার্থ পাঠানো হয়েছে। যা ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। সেটি আদতে বিস্ফোরক নাকি অন্য কিছু পুলিশ তা খতিয়ে দেখছে। প্রেরকের খোঁজেও তদন্ত শুরু করেছেন তাঁরা। চিঠিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও স্বয়ং ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুরের সাদা-কালো ছবি রয়েছে। তবে সবকটি ছবির উপরেই লাল কালি দিয়ে কাটা চিহ্ন দেওয়া। এইরকম ছবির উপরে কাটা চিহ্ন দিয়ে পোস্টার মধ্যপ্রাচ্যে আইএস জঙ্গি গোষ্ঠীকে করতে দেখা গিয়েছে। ঘটনায় ভোপাল পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির দুটি ভিন্ন ধারায় একটি মামলা দায়ের করেছে। স্বেচ্ছায় গুরুতর আঘাত করা এবং বেনামে যোগাযোগের মাধ্যমে ফৌজদারি অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। নেহাত ভয় দেখাতে প্রজ্ঞা ঠাকুরের ঠিকানায় কেউ উড়োচিঠিটি প্রেরণ করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উড়োচিঠিতে আতঙ্কিত হয়ে পড়ে ছেন বিজেপি সাংসদ। ঘটনা প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআই-কে প্রজ্ঞা সিং ঠাকুর জানান, আরও বেশ কয়েকটি চিঠির সঙ্গে উর্দুতে লেখা চিঠিটি জুড়ে খামে ভরে পাঠানো হয়েছিল। দেশের শত্রুরা কোনও বড় ষড়যন্ত্র করছে, এই চিঠি তারই অংশ। আরও পড়ুন: Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী বেকারত্ব নিয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে পারবেন?', প্রশ্ন ছুড়লেন রাহুল গান্ধী

তাঁর দাবি, এই জাতীয় চিঠি তাঁকে আগেও দেওয়া হয়েছে। সেইসময়ও তিনি পুলিশকে চিঠির বিষয়ে জানিয়েছিলেন। কিন্তু, কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশের পুলিশ (Madhya Pradesh Police) কোনও পদক্ষেপ করেনি। ঘটনাস্থলে গিয়েছেন ফরেন্সিক বিশেষেজ্ঞরাও। পাউডার (Powder) আদতে বিস্ফোরক কি না, তা তাঁরা খতিয়ে দেখছেন।