AAP MP Sanjay Singh: আপ সাংসদ সঞ্জয় সিং-কে ৩ দিন ইডি হেফাজতে রাখার নির্দেশ আদালতের
আবগারি নীতির ক্ষেত্রে আর্থিক দুর্নীতি করার অভিযোগে আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি।
নয়াদিল্লি: আবগারি নীতির (Excise policy) ক্ষেত্রে আর্থিক দুর্নীতি করার অভিযোগে (money laundering case) আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং (AAP Rajya Sabha MP Sanjay Singh)-কে গ্রেফতার করেছে ইডি (ED)। আরও পড়ুন: Raghav On ED Raid: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিয়ে বিজেপি সরকারকে তোপ আপ নেতা রাঘব চাড্ডার
মঙ্গলবার তাঁর পুলিশ হেফাজতের (police custody) পাঁচ দিন পূরণ হয়। তাই আজ সঞ্জয় সিং-কে ফের দিল্লির রোজ অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court) তোলা হয়েছিল। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর আদালতের বিশেষ বিচারক এমকে নাগপাল (Special Judge MK Nagpal) সঞ্জয় সিং-কে আরও তিন দিন ইডি হেফাজতে (ED custody) রাখার নির্দেশ দেন। আরও পড়ুন: Chandra Priyanka Resigns: পুদুচেরির ইতিহাসে দ্বিতীয় মহিলা মন্ত্রী চন্দ্রা প্রিয়াঙ্কার পদত্যাগ! কেন জানুন