Close
Advertisement
 
শনিবার, ফেব্রুয়ারি 08, 2025
সর্বশেষ গল্প
9 minutes ago
Live

এগিয়ে রবিন্দর সিং নেগি, আপ প্রার্থীর সঙ্গে করলেন করমর্দন

ভারত Indranil Mukherjee | Feb 08, 2025 10:55 AM IST
A+
A-
08 Feb, 10:58 (IST)
পাটপারগঞ্জ বিধানসভা আসন থেকে বিজেপির রবিন্দর সিং নেগি CWG স্পোর্টস কমপ্লেক্স গণনা কেন্দ্রে AAP-এর প্রার্থী অবধ ওঝার সাথে করমর্দন করছেন৷ কংগ্রেসের প্রার্থী অনিল চৌধুরীও উপস্থিত পাটপরগঞ্জ আসন থেকে এএপি-র অবধ ওঝা পিছিয়ে রয়েছেন এবং বিজেপির রবিন্দর সিং নেগি এগিয়ে রয়েছেন।

দিল্লিতে বিধানসভা নির্বাচনের ঘোষণা হবার আগেই বড় চমক দিয়ে আম আদমি পার্টি তে যোগদান করেছিলেন ইউপিএসসি-র শিক্ষক তথা মোটিভেশনাল স্পিকার অবধ ওঝা। ডিসেম্বরে আপের কার্যালয়ে অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়ার উপস্থিতিতে দলে যোগ দেন তিনি। বিধানসভা নির্বাচনের আগে জনপ্রিয় এই শিক্ষকের আপ যোগ বড় সাফল্য হিসেবে দেখছিল দল। কিন্তু নির্বাচনের ফল প্রকাশ হতেই চিন্তায় আপ শিবির। এখনও অবধি পিছিয়ে রয়েছেন অবধ ওঝা।

 

 


Show Full Article Share Now