PF, EPF Contribution Reduced: আগামী ৩ মাস পিএফ, ইপিএফ-এ কর্মচারী ও চাকরিদাতার কন্ট্রিবিউশন ১২% থেকে কমে হচ্ছে ১০%
২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণায় বেসরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ৩ মাসের জন্য প্রভিডেন্ট ফান্ড (PF) কন্ট্রিবিউশন ১২ শতাংশ থেকে ১০ শতাংশ করা হচ্ছে। কর্মচারীদের (Employee) থেকে ১০ শতাংশ কাটা হবে আগামী তিন মাস। চাকরিদাতাদের (Employer) জন্য ইপিএফ-এর ১২ শতাংশ দিতে হবে না, দিতে হবে ১০ শতাংশ। কর্মচারীরা যাতে টেম হোম বেতন বেশি পান সেই কারণেই এই সিদ্ধান্ত। এর পরিমাণ ৬ হাজার ৭৫০ কোটি টাকা। এর ফলে উপকৃত হবে সাড়ে ৬ লাখ সংস্থা ও ৪ কোটি ৩০ লাখ কর্মচারী। তবে সরকারি কর্মীদের ক্ষেত্রে ১২ শতাংশই কাটা হবে। এছাড়া অর্থমন্ত্রী ঘোষণা করেন,"ইপিএফ থেকে টাকা তোলার সুবিধা পাবেন এই ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা। আগে মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসের জন্য দেওয়া হয়েছিল, সেটা বাড়িয়ে জুন, জুলাই অগাস্টও করে দেওয়া হচ্ছে।
নতুন দিল্লি, ১৩ মে: ২০ লক্ষ কোটির আর্থিক প্যাকেজ ঘোষণায় বেসরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ৩ মাসের জন্য প্রভিডেন্ট ফান্ড (PF) কন্ট্রিবিউশন ১২ শতাংশ থেকে ১০ শতাংশ করা হচ্ছে। কর্মচারীদের (Employee) থেকে ১০ শতাংশ কাটা হবে আগামী তিন মাস। চাকরিদাতাদের (Employer) জন্য ইপিএফ-এর ১২ শতাংশ দিতে হবে না, দিতে হবে ১০ শতাংশ। কর্মচারীরা যাতে টেম হোম বেতন বেশি পান সেই কারণেই এই সিদ্ধান্ত। এর পরিমাণ ৬ হাজার ৭৫০ কোটি টাকা। এর ফলে উপকৃত হবে সাড়ে ৬ লাখ সংস্থা ও ৪ কোটি ৩০ লাখ কর্মচারী। তবে সরকারি কর্মীদের ক্ষেত্রে ১২ শতাংশই কাটা হবে। এছাড়া অর্থমন্ত্রী ঘোষণা করেন,"ইপিএফ থেকে টাকা তোলার সুবিধা পাবেন এই ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা। আগে মার্চ, এপ্রিল ও মে এই তিন মাসের জন্য দেওয়া হয়েছিল, সেটা বাড়িয়ে জুন, জুলাই অগাস্টও করে দেওয়া হচ্ছে।
আজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৩ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন নির্মলা সীতারমন। তিনি বলেন, “গরিবদের জন্য সরকার নিরলস ভাবে কাজ করছে। স্থানীয় ব্র্যান্ডকে বিশ্ব ব্র্যান্ড করাই কেন্দ্রের লক্ষ্যমাত্রা। ৪০ দিনে দেশে পিপিই, মাস্ক ও ভেন্টিলেটর তৈরির কাজ শুরু হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৬টি পদক্ষেপ হয়েছে। এই ক্ষেত্রে ঋণের জন্য বরাদ্দ হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। আরও পড়ুন: Nirmala Sitharaman: করোনার গ্রাসে মুহ্যমান ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ৩ লক্ষ কোটির ঋণ প্যাকেজ ঘোষণা নির্মলা সীতারমণের
অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগ এক কোটি এবং টার্নওভার ৫০০ কোটি টাকা হলেও এখন থেকে সেই সংস্থাকে মাইক্রো ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হবে। মাইক্রোর ক্ষেত্রে আগে ২৫ লক্ষ টাকা বিনিয়োগ ছিল, এখন সেটা বাড়িয়ে করা হয়েছে এক কোটি টাকা। এখন বিনিয়োগ করা মূলধনের পরিমাণের সঙ্গে বাৎসরিক টার্নওভার যোগ করা হয়েছে। এমএসএমই-র সংজ্ঞা বদল করা হয়েছে। ৫০ হাজার কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে যা অপেক্ষাকৃত সক্ষম ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য দেওয়া হবে। ২০ হাজার কোটি নগদ সাহায্য করা হবে দুর্বল ও ঋণগ্রস্ত সংস্থার জন্য চার বছরের জন্য এই ঋণ দেওয়া হবে, তার মধ্যে প্রথম ১২ মাস অর্থাৎ এক বছর ঋণ পরিশোধ করতে হবে না। তার জন্য কোনও গ্যারান্টি লাগবে না। ঋণের উপর এক বছরের মোরেটরিয়াম দেওয়া হবে। ৩ লক্ষ কোটি টাকার ঋণের ব্যবস্থা করা হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য। মোট ১৫টি পদক্ষেপ করা হয়েছে, তার মধ্যে ৬টি পদক্ষেপ ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র ক্ষেত্রের জন্য। করদাতাদের কর দেওয়ার পদ্ধতি অনেক সরল করা হয়েছে।