মনোজ মুকুন্দ নারাভানে (Photo Credit: Twitter)

জম্মু, ১৩ জানুয়ারি: এক ভারতীয় কুলির (Indian Porter) মুণ্ডচ্ছেদ করে মাথা নিয়ে গেল পাকিস্তান (Pakistan)। শুক্রবার ঘটনাটি ঘটে জম্মু-কাশ্মীরের ভারত পাক সীমান্ত এলাকায়। জানা গিয়েছে, এই কর্মকাণ্ডের পিছনে হাত রয়েছে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের। জম্মুর এক আধিকারিক জানিয়েছেন, গত শুক্রবার নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় খুন করা হয়েছিল দুই ভারতীয় নাগরিককে। তাঁদেরই একজন হলেন সেই কুলি। বিষয়টি নিয়ে পাকিস্তানের সঙ্গে কথাবার্তা চলছে ভারতীয় সেনাবাহিনীর বলে জানিয়েছেন সেনাপ্রধান মুকুন্দ নারাভানে। এই বিষয়ে সেনাবাহিনীর নিয়ম মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া বলেও জানান তিনি।

শুক্রবার নিয়ন্ত্রণ রেখার কাছে কিছু জিনিসপত্র (Luggage) বয়ে নিয়ে যাওয়ার সময় একদল কুলিকে লক্ষ করে মর্টার শেল ছোড়ে পাক সেনা (BAT)। তারই আঘাতে মৃত্যু হয় আসলাম ও আলতাফ হুসেনের। তাঁরা গুলপুর সেক্টরের কাসালিয়ান গ্রামের বাসিন্দা। ঘটনায় আহত হন আরও তিনজন। এদের মধ্যে মহম্মদ আসলামের দেহ উদ্ধার করা সম্ভব হলেও, তার দেহে মাথা পাওয়া যায়নি। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ঘটনার তদন্তের পর আধিকারিকরা জানান, মৃত এক কুলির মাথার কোনও হদিশ মিলছে না। পাক সেনারা হয় তো তাঁর মাথা কেটে নিয়ে পালিয়েছে। প্রথমবার পাকিস্তানের BAT কোনও সাধারণ নাগরিকের মাথা কেটে নিল বলে জানিয়েছেন ওই আধিকারিক। তিনি জানিয়েছেন, ২৮ বছরের মহম্মদ আসলামের ক্ষতবিক্ষত দেহটি পাওয়া গিয়েছে। কিন্তু তাঁর মাথার কোনও হদিশ মেলেনি। এ ব্যাপারে সেনাপ্রধান এমএম নারাভানে অবশ্য জানিয়েছেন, 'পেশাদার সেনাবাহিনী কখনও এমন নৃশংস কাজ করে না। সেনাবাহিনীর নিয়ম মেনেই বিষয়টি নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।' আরও পড়ুন: Amit Shah: নাগরিকত্ব আইনে ত্রুটি খুঁজে দিতে জোর গলায় মমতা ব্যানার্জি, রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ করলেন অমিত শাহ

এই ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেস (Congress)। কিন্তু এ প্রসঙ্গে এখনও নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মুখ খুলতে শোনা যায়নি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকেও।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Pakistan: দেশে লুকিয়ে থাকা আফগানদের ফেরৎ পাঠাচ্ছে পাকিস্তান, চলছে খোঁজ

Gary Kirsten: ধোনিদের বিশ্বকাপ জেতানোর কারিগর কোহিনুর কার্স্টেন এবার পাকিস্তানের কোচ, বাবরদের টেস্টের হেড স্যার গিলেসপি

Earthquake in Pakistan: ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের করাচি, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৩.২

Indian Heart Saved Pakistani Teens: ভারতীয় হৃদয়ে নতুন জীবন পেলো পাকিস্তানি কিশোরী

PCB on Champions Trophy Row: 'চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যাবে না ভারত', জল্পনা ছড়াতেই কি বলল পিসিবি

Iranian President Silent On Kashmir: পাকিস্তান চাইলেও কাশ্মীর ইস্যুতে চুপ ইরান, ভারতের সঙ্গে সম্পর্ক খারাপে রাজি নন রাইসি, স্পষ্ট করল তেহরান

Loksabha Election 2024: 'সন্ত্রাসবাদ রফতানিকারক দেশ আটার জন্য লড়ছে', পাকিস্তানকে কড়া আক্রমণ মোদীর

PAK vs NZ 1st T20I: প্রথম ওভারেই স্টাম্প ওড়ালেন শাহিন শাহ, বৃষ্টিতে বাতিল ম্যাচ