Parliament Winter Session: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন; সব বিষয়ে আলোচনায় রাজি সরকার বললেন নরেন্দ্র মোদি

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। তার আগেই আজ রবিবার প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হয়ে গেল সর্বদলীয় বৈঠক (All Party Meet)। অধিবেশনে সরকার যেসব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত তা এদিনের বৈঠকে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৈঠকে এদিন উপস্থিত ছিল দেশের ২৭টি দল। প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও সরকার পক্ষের অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

সংসদ (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৭ অক্টোবর: সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। তার আগেই আজ রবিবার প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হয়ে গেল সর্বদলীয় বৈঠক (All Party Meet)। অধিবেশনে সরকার যেসব বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত তা এদিনের বৈঠকে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বৈঠকে এদিন উপস্থিত ছিল দেশের ২৭টি দল। প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও সরকার পক্ষের অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, সপা নেতা রাম গোপাল যাদব, টিডিপি নেতা জয়দেব গালা, এলজেপি নেতা চিরাগ পাসোয়ান সহ বিরোধীদের আরও অনেকে। সোমবার থেকে শুরু হয়ে আগামী মাসের ১৩ তারিখ পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন।

বৈঠকে লোকসভার সাংসদ ফারুক আবদুল্লাকে (Farukh Abdallah) আটক করা নিয়ে সোচ্চার হয়ে ওঠে বিরোধীরা। অধিবেশনের সময় তাঁদের সংসদে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক বলেও দাবি জানান কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলগুলি। এদিকে সর্বদলীয় বৈঠকে লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury) দাবি জানান, আর্থিক মন্দা, বেকারত্ব বৃদ্ধি ও কৃষকদের দুর্দশা নিয়ে অধিবেশনে আলোচনা হওয়া প্রয়োজন। জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জবাব শীতকালীন অধিবেশনে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে সরকার। আরও পড়ুন: Air India, Bharat Petroleum To Be Sold: মার্চে বিক্রি হবে এয়ার ইন্ডিয়া, সঙ্গে ভারত পেট্রোলিয়ামও; জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

প্রধানমন্ত্রীর কথায়, অধিবেশনের নিয়মশৃঙ্খলার মধ্যে থেকে সরকার সব বিষয়ে আলোচনা করতে রাজি। তবে তাঁর আবেদন একটাই আলোচনা হোক গঠনমূলক। ন্যাশনাল কনফারেন্স সাংসদ হাসনাইন মাসুদি বলেন, সংসদে অধিবেশন চলাকালীন ফারুকের উপস্থিতি নিশ্চিত করা সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্যে পড়ে। একই সুরে গান গেয়ে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) এ প্রসঙ্গে বলেন, কীভাবে একজন সাংসদকে বেআইনিভাবে আটকে রাখা হয়? তাঁকে সংসদে উপস্থিত থাকার অনুমতি দেওয়া উচিত।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now