ফাইল ফটো (Photo: Wikimedia Commons)

নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার (Air India) সিডনি থেকে দিল্লিগামী বিমানে (Sydney-Delhi flight) আসার সময় ৯ জুলাই সংস্থার সিনিয়র আধিকারিক (Senior staff) ও অন্যান্য যাত্রীদের (other passengers) সঙ্গে খারাপ ব্যবহার (misbehaved) করছিল এক ব্যক্তি। বারবার বলা (verbal) ও লিখিত হুঁশিয়ারি (written warnings) দেওয়ার পরেও শুনছিল না। এমনকী তাকে আটকাতে গেলে বিমানের মধ্যে থাকা এয়ার ইন্ডিয়ার সিনিয়র আধিকারিককে শারীরিক ভাবে হেনস্থা করে বলে অভিযোগ।

বিমানটি দিল্লিতে অবতরণের (landing) পর অভিযুক্ত ব্যক্তিকে বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সংস্থার (security agency) হাতে তুলে দেওয়া (handed over) হয়। পরে লিখিতভাবে ক্ষমা চেয়ে (apologised) মুক্ত হয় ওই ব্যক্তি। শনিবার  এই ধরনের ঘটনার ক্ষেত্রে ভবিষ্যতে আইন অনুযায়ী আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের (Air India's Spokesperson) তরফে।

এপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, "গত ৯ জুলাই  সিডনি-দিল্লি এআই ৩০১ ফ্লাইটে আসার সময় অন্যান্য যাত্রী ও এয়ার ইন্ডিয়ার একজন সিনিয়র আধিকারিকের সঙ্গে খারাপ ব্যবহার করছিল এক যাত্রী। বারবার তাকে বারণ করা সত্ত্বেও হেনস্থা করে যাচ্ছিল। বিমানটি দিল্লিতে নামার পরে তাকে নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। সেখানে লিখিতভাবে ক্ষমা চেয়েছে অভিযুক্ত। ডিজিসিএ (DGCA)-কে এই বিষয়ে বিস্তারিত ঘটনা জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়া তাদের কর্মচারী ও যাত্রীদের সুরক্ষা (safety), নিরাপত্তা (security) ও মর্যাদা (dignity) রক্ষার ক্ষেত্রে ক্ষতিকারক কোনও রকম খারাপ ব্যবহারই সহ্য করবে না। এই বিষয়ে কড়া পদক্ষেপ (firm stand) নেবে। আইনের (law) সম্পূর্ণ সহযোগিতা নিয়ে এই ধরনের বিষয়ে ব্যবস্থা নেব আমরা।" আরও পড়ুন: Himachal Pradesh Flood: হিমাচলে বন্যার ফলে নষ্ট ৫ হাজার কোটি টাকার সম্পত্তি! ভিডিয়োতে শুনুন মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখুর বক্তব্য


আপনি এটাও পছন্দ করতে পারেন

AB de Villiers Speaking to Babar Azam: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাবর আজমের সঙ্গে কোন আলোচনায় এবি ডি ভিলিয়ার্স?

DP Manu Wins Gold: তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেনে জ্যাভলিনে সোনা জয় ডিপি মনুর, রুপো জিতলেন নিত্যা

Assam Flood: অবিরাম বৃষ্টিতে ভাসছে অসম, বন্যা কবলিত রাজ্যে মৃতের সংখ্যা ১৫ ছুঁল

Uttar Pradesh: প্রচণ্ড গরম মাথায় নিয়েই চলেছে চব্বিশের লোকসভা নির্বাচন, শেষ দফায় তাপপ্রবাহের জেরে ভোটের বলি ৩৩ ভোটকর্মী

Dinesh Kartik Retired: জন্মদিনেই সব ধরনের ক্রিকেট থেকে অবসর দীনেশ কার্তিকের

Exit Poll 2024 West Bengal: বাংলায় মোদী ঝড়ে ধরাশায়ী হবেন মমতা! ইঙ্গিত বেশীরভাগ এক্সিট পোলে, জানুন কে কটা আসন পেতে পারে

Assam LS Exit Poll Live Updates 2024: অসমে অসম লড়াই! এক্সিট পোলে হিমন্ত রাজ্যে মোদী ঝড়ের ইঙ্গিত

Arvind Kejriwal: রায় সংরক্ষিত, রবিবার তিহাড়ে ফিরতে হবে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে