Uttarkashi Tunnel Collapse: অবসাদ কাটাতে লুডো-তাস, সুড়ঙ্গের মধ্যে শ্রমিকদের জন্যে মনোরঞ্জনের পরামর্শ চিকিৎসকের

বৃহস্পতিবার রাতে সুড়ঙ্গ খননের কাজ যখন প্রায় শেষের দিকে ঠিক তখনই বিকল হয়ে পড়ল অগার ড্রিলিং মেশিন। প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি যে কাঠামোর উপর দাঁড় করিয়ে যন্ত্রটিকে চালানো হচ্ছিল তাতে ফাটল দেখা যায়।

Rescue operation in uttar kashi Photo Credit: Twitter@ANINewsUP

উত্তরকাশী, ২৪ নভেম্বরঃ একটানা ১২ দিন ধরে সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে শ্রমিকেরা। আর সুড়ঙ্গের বাইরে ছেলেদের ঘরে ফেরার প্রবল আকাঙ্ক্ষায় পথ চেয়ে বসে ৪১ জন শ্রমিকের পরিবার। শ্রমিকদের উদ্ধার অভিযানে দিনরাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে উত্তরকাশীর উদ্ধারকারীরা। সুড়ঙ্গের মধ্যে শ্রমিকেরা প্রত্যেকেই সুস্থ রয়েছে সে কথা আগেই ঘোষণা করা হয়েছে। ছয় ইঞ্জির চওড়া পাইপ ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সুড়ঙ্গের মধ্যে শ্রমিকদের কাছে। সেই পাইপ দিয়ে এন্ডোসকপির ক্যামেরা এবং ওয়াকি টকি দিয়ে শ্রমিকদের দর্শন এবং খবরাখবর মিলেছে। সুড়ঙ্গের ভিতর দীর্ঘদিন ধরে আটকা থাকায় অবসাদে গ্রাস করছে শ্রমিকদের। তাই চিকিৎসকদের পরামর্শ মত তাঁদের মনোরঞ্জনের জন্যে লুডো এবং তাস পাঠিয়েছে উদ্ধারকারীরা।

বৃহস্পতিবার রাতে সুড়ঙ্গ খননের কাজ যখন প্রায় শেষের দিকে ঠিক তখনই বিকল হয়ে পড়ল অগার ড্রিলিং মেশিন। প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি যে কাঠামোর উপর দাঁড় করিয়ে যন্ত্রটিকে চালানো হচ্ছিল তাতে ফাটল দেখা যায়। শ্রমিকদের থেকে কয়েক মিটার দূরত্বেই ফের থমকে গেল উদ্ধারকাজ। আটকে পড়া শ্রমিক এবং তাঁদের পরিবারের এ যেন চরম ধৈর্যের পরীক্ষা।

ছয় ইঞ্জির পাইপ দিয়ে শ্রমিকদের জন্যে গরম খাবার পাঠানো শুরু হয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে রুটি, তরকারি, গরম খিচুড়ি দেওয়া হচ্ছে। পাঠানো হচ্ছে ফল ও প্রয়োজনীয় ওষুধ। বুধবার শ্রমিকদের জন্যে ব্রাশ, মাজন, দাড়ি কামানোর সামগ্রী সহ প্রয়োজনীয় অন্তর্বাসও পৌঁছে দেওয়া হয়েছে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, সুড়ঙ্গের মধ্যে শ্রমিকেরা শারীরিকভাবে সুস্থ থাকলেও তাঁদের মানসিকভাবে সুস্থ থাকাও খুব প্রয়োজন। তাই অবসাদগ্রস্থ হওয়া থেকে রুখতে সময় কাটানোর জন্যে তাঁদের লুডো এবং তাস প্রদানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।



@endif