Maharashtra-Karnataka border row: বিতর্কিত এলাকাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি উদ্ধব ঠাকরের

দুই রাজ্যের বিতর্কিত এলাকাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি জানালেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সুপ্রিমো ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

উদ্ধব ঠাকরে (Photo Credits: ANI/ Twitter)

নাগপুর: মহারাষ্ট্র ও কর্নাটকের (Maharashtra-Karnataka) মধ্যে সীমান্ত (border) নিয়ে বিবাদের পারদ চড়ছে কয়েকমাস ধরেই। সুপ্রিম কোর্ট যেমন এই বিষয়টির মীমাংসার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে তেমনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উদ্যোগী হয়েছেন এই বিতর্ক মেটানোর জন্য। কিছুদিন আগে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে মুখোমুখি বসিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন শাহ। পরে জানিয়ে ছিলেন আলোচনা ইতিবাচক হয়েছে। সুপ্রিম কোর্টের তৈরি করা কমিটির সিদ্ধান্তের পর সবদিক বিবেচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে এইসব আলোচনার মাঝেই দুই রাজ্যের বিতর্কিত এলাকাগুলিকে (disputed areas) কেন্দ্রশাসিত অঞ্চল (Union Territory) হিসেবে ঘোষণা করার দাবি জানালেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) (Shiv Sena (UBT)) সুপ্রিমো (President) ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Former Chief Minister of Maharashtra) উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)।

মঙ্গলবার এপ্রসঙ্গে তিনি জানান, মহারাষ্ট্র বিধানসভায় (Maharashtra Assembly) কর্নাটকের সঙ্গে সীমান্ত ইস্যু (border issue) নিয়ে একটা সিদ্ধান্ত পাশ করানো হয়েছে। বিরোধীরাও (Opposition) এই সিদ্ধান্তের পক্ষে সমর্থন জানিয়েছে। আরও পড়ুন: COVID 19 Scare In India: চিন ফেরৎ ২ যাত্রীর শরীরে করোনা সংক্রমণ, এবার তামিলনাড়ুতেও কোভিড সংক্রমিতর খোঁজ

এপ্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, "আজকের সিদ্ধান্তকে (resolution) সমর্থন (support) জানিয়েছি আমরা। মহারাষ্ট্রের পক্ষে (favour of Maharashtra) থাকবে এমন সমস্ত কিছুকে সমর্থন করব আমরা। তবে এবিষয়ে কিছু প্রশ্ন আছে, গত দু বছর ধরে সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষরা (living in border areas) তাঁদের মহারাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি (demand) জানিয়ে আসছেন। তাঁদের সম্পর্কে আমরা কী সিদ্ধান্ত নেব? আজকে রাজ্য সরকার উত্তর দিয়েছে যে ২০০৮ সালে দেওয়া সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী বিতর্কিত এলাকাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা যায় না। তবে যাই হোক না কেন এখন কিন্তু পরিস্থিতি সমান নয়। কর্নাটক সরকারও একে মানছে না। তারা ওখানে বিধানসভার অধিবেশন (Assembly session) করে বেলাগাভি (Belagavi) নামকরণও করেছে। তাই আমাদেরও সুপ্রিম কোর্টে গিয়ে এই এলাকাগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল করার বিষয়টি জানানো উচিত।"



@endif