National Education Day 2024: আজ জাতীয় শিক্ষাদিবস, মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
মৌলানা আজাদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নয়াদিল্লি: আজ জাতীয় শিক্ষাদিবস। মৌলানা আবুল কালাম আজাদের (Maulana Abul Kalam Azad) জন্মবার্ষিকী। আজাদ ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, পণ্ডিত এবং ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী হিসেবে মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রে গবেষণার প্রসারের ওপর গুরুত্ব দিয়েছিলেন, চারুকলা শিল্পের জন্য তিনটি অকাদেমি গঠন করছিলেন তিনি। তাঁর অবদানের জন্য প্রতি বছর ভারতে তাঁর জন্মদিনে অর্থাৎ ১১ নভেম্বর 'জাতীয় শিক্ষা দিবস' হিসাবে পালিত হয়।
মৌলানা আজাদ শৈশব থেকেই অত্যন্ত বুদ্ধিমান এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ছিলেন, তিনি আরবি, ফারসি এবং উর্দু ভাষায় বাড়িতেই প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন। তিনি ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক বিষয় যেমন বিজ্ঞান ও দর্শন অধ্যয়ন করেন, যা পরবর্তীতে তাঁর বৃহত্তর দৃষ্টিভঙ্গির ভিত্তি হয়ে ওঠে। মৌলানা আজাদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন-
মৌলানা আবুল কালাম আজাদ ১১ নভেম্বর ১৮৮৮ সালে মক্কায় জন্মগ্রহণ করেন, তাঁর পরিবার পরে ভারতে থাকতে শুরু করেন। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে অমূল্য অবদান রেখেছিলেন। তিনি তাঁর লেখা ও বক্তৃতার মাধ্যমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন এবং মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করতে সাহায্য করেছেন। আজাদ 'আল-হিলাল' এবং 'আল-বালাগ'-এর মতো সংবাদপত্র সম্পাদনা করেছিলেন, যার মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের নীতির সমালোচনা করেছিলেন এবং ভারতীয় জনগণকে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে সংযুক্ত করার জন্য কাজ করেছিলেন। তিনি মহাত্মা গান্ধীর আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং অসহযোগ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো অনেক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।