Paris Olympics 2024: ফুটবল থেকে ম্যারাথন, ১০০ মিটার দৌড় প্যারিস অলিম্পিকে আকর্ষণীয় ইভেন্টগুলির পদক জয়ীরা

দেখতে দেখতে একেবারে শেষ দিন এসে পড়ল প্যারিস অলিম্পিক ২০২৪। আজ, রবিবার রাতেই হবে প্যারিস অলিম্পিকের মনখারাপের জমকালো সমাপ্তি অনুষ্ঠান।

China Team in Artistic Gymnastics (Photo Credit: @SixthTone/ X)

Paris Olympics 2024 Medal Winners: গত কয়েক দিন ধরে আইফেল টাওয়ারের দেশের অলিম্পিকে নানা বিতর্ক, প্রত্যাবর্তন, প্রত্যাশিত-অপ্রত্যাশিত জয়-পরাজয় নিয়ে মেতে ছিল দুনিয়া। এবারের প্যারিস অলিম্পিকে ২০৬টি দেশের মোট ১০ হাজার ৭১৪ জন ক্রীড়াবিদ অংশ নিলেন। মোট ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে খেলা হল। ২৬ জুলাই বর্ণাঢ্য উদ্বোধন হয় প্যারিস অলিম্পিকের।

প্যারিসে ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে খেলা হলেও বেশী নজর ছিল অ্যাথলেটিক্স, ফুটবল, টেনিস, হকি, সাঁতারের মত খেলার বিভিন্ন ইভেন্টের দিকেই।

আরও পড়ুন-প্যারিসে সোনাহীন ৬ পদকে শেষ ভারতের অলিম্পিক, আক্ষেপ থেকে আনন্দ এক নজরে

আসুন দেখে নেওয়া যাক এবার প্যারিস অলিম্পিকের কিছু আকর্ষণীয় ইভেন্টে পদক জয়ীদের---

১) অ্যাথলেটিক্স (Atheletics)-

১০০ মিটার দৌড়

পুরুষ-

সোনা: নোয়াহ লাইলস (আমেরিকা)

রুপো: কিশানে থম্পসন (জামাইকা)

ব্রোঞ্জ: ফ্রেড কেরলে (আমেরিকা)

মহিলা-

সোনা: জুলিয়ান আলফ্রেড (সেন্ট লুসিয়া)

রুপো: শা'কারি রিচার্জসন (আমেরিকা)

ব্রোঞ্জ: মেলিসা জেফারসন (আমেরিকা)

২০০ মিটার দৌড়

পুরুষ-

সোনা: লেটসিলে টেবোগো (বতসোয়ানা)

রুপো: কেনি বেডনারেক (আমেরিকা)

ব্রোঞ্জ: নোয়াহ লাইলস (আমেরিকা)

মহিলা-

সোনা: গ্যাব্রিয়েলে থমাস (আমেরিকা)

রুপো: জুলিয়ান আলফ্রেড (সেন্ট লুসিয়া)

ব্রোঞ্জ: ব্রিটনে ব্রাউন (আমেরিকা)

৪০০ মিটার দৌড়

পুরুষ-

সোনা: কুইন্সি হল (মার্কিন যুক্তরাষ্ট্র)

রুপো: ম্যাথু হাডসন-স্মিথ (গ্রেট ব্রিটেন)

ব্রোঞ্জ: মাউজালা সামুকোঙ্গা (জাম্বিয়া)

মহিলা-

সোনা: মারিলেইদি পাউলিনো (ডোমেনিকান রিপাবলিক)

রুপো: সালওয়া ঈদ নাসের (বাহারিন)

ব্রোঞ্জ: নাতালিয়া কাজমারেক (পোল্যান্ড)

ম্যারাথন (Marathon)

পুরুষ-

সোনা: তামিরাত তোলা (ইথিওপিয়া)

রুপো: বাশির আবদি (বেলজিয়াম)

ব্রোঞ্জ: বেনসন ক্রিপ্রুতো (কেনিয়া)

মহিলা-

সোনা: সিফান হাসান (নেদারল্যান্ডস)

রুপো: টিগস্ট আসসেফা (ইথিওপিয়া)

ব্রোঞ্জ: হেলেন ওবিরি (কেনিয়া)

-------------------------

২) ফুটবল (Football)

পুরুষ-

সোনা: স্পেন

রুপো: ফ্রান্স

ব্রোঞ্জ: মরক্কো

মহিলা:

সোনা: মার্কিন যুক্তরাষ্ট্র

রুপো: ব্রাজিল

ব্রোঞ্জ: জার্মানি

------------------

৩) বাস্কেটবল (Basketball)

পুরুষ-

সোনা: মার্কিন যুক্তরাষ্ট্র

রুপো: ফ্রান্স

ব্রোঞ্জ: সার্বিয়া

মহিলা-

সোনা: মার্কিন যুক্তরাষ্ট্র/ফ্রান্স

রুপো: মার্কিন যুক্তরাষ্ট্র/ফ্রান্স

ব্রোঞ্জ: বেলজিয়ান/অস্ট্রেলিয়া)

-------------------------------

৪) ভলিবল (Volleyball)

পুরুষ-

সোনা: ফ্রান্স

রুপো: পোল্যান্ড

ব্রোঞ্জ:মার্কিন যুক্তরাষ্ট্র

মহিলা-

সোনা: মার্কিন যুক্তরাষ্ট্র/ইতালি

রুপো: মার্কিন যুক্তরাষ্ট্র/ইতালি

ব্রোঞ্জ: ব্রাজিল

-------------------

৫) হকি (Field Hockey)

পুরুষ-

সোনা: নেদারল্যান্ডস

রুপো: জার্মানি

ব্রোঞ্জ: ভারত

মহিলা-

সোনা: নেদারল্যান্ডস

রুপো: চিন

ব্রোঞ্জ: আর্জেন্টিনা

-----------

৬) হ্যান্ডবল (Handball)

পুরুষ-

সোনা: ম্যাচ চলছে

রুপো: ম্যাচ চলছে

ব্রোঞ্জ: স্পেন

মহিলা-

সোনা: নরওয়ে

রুপো: ফ্রান্স

ব্রোঞ্জ: ডেনমার্ক

-------------------

৭) ওয়াটার পোলো (Water Polo)

পুরুষ-

সোনা: আমেরিকা যুক্তরাষ্ট্র

রুপো: হাঙ্গেরি

ব্রোঞ্জ: গ্রিস

--------------

মহিলা-

সোনা: স্পেন

রুপো: অস্ট্রেলিয়া

ব্রোঞ্জ: নেদারল্যান্ডস

----------------

৮) টেনিস (Tennis)

পুরুষ (সিঙ্গলস)-

সোনা: নোভাক জকোভিচ (সার্বিয়া)

রুপো: কার্লোস আলকারাজ (স্পেন)

ব্রোঞ্জ: লরেঞ্জো মুসেত্তি (ইতালি)

মহিলা (সিঙ্গলস)-

সোনা: ঝেং কুইনওয়েন (চিন)

রুপো: ডোনা ভেকিসিচ (ক্রোয়েশিয়া)

ব্রোঞ্জ: ইগা স্কোয়াতিক (পোল্যান্ড)

-----------------

৯) গল্ফ (Golf)

পুরুষ-

সোনা: স্কোটি স্কিফলের (মার্কিন যুক্তরাষ্ট্র)

রুপো: টমি ফ্লিটউড (গ্রেট ব্রিটেন)

ব্রোঞ্জ: হিদকি মাতসুয়ামা (জাপান)

------------------

মহিলা-

সোনা: লিদিয়া কো (নিউ জিল্যান্ড)

রুপো: এস্থার হেনসেলিট (জার্মানি)

ব্রোঞ্জ: লিন ঝিইউ (চিন)

--------------------

১০) তিরন্দাজি (মোট ৫টি ইভেন্ট ) (Archery)

দক্ষিণ কোরিয়া- ৫টি সোনা, ১টি রুপো, ১টি ব্রোঞ্জ

ফ্রান্স- ১টি রুপো, ১টি ব্রোঞ্জ

মার্কিন যুক্তরাষ্ট্র-১টি রুপো, ১টি ব্রোঞ্জ

চিন, জার্মানি-১টি করে রুপো

মেক্সিকো, তুরস্ক-১টি করে ব্রোঞ্জ

-----------------

১১) টেবল টেনিস (মোট ৫টি ইভেন্ট) (Table Tennis)

চিন- ৫টি সোনা, ১টি রুপো

সুইডেন- ২টো রুপো

জাপান- ১টি রুপো, ১টি ব্রোঞ্জ

উত্তর কোরিয়া-১টি রুপো

ফ্রান্স-২টি ব্রোঞ্জ

দক্ষি কোরিয়া-২টি ব্রোঞ্জ

-------------

১২) শ্যুটিং (মোট ১৫টি ইভেন্ট) (Shooting)

শ্য়ুটিংয়ে পদক তালিকায় প্রথম তিন

১) চিন- ৫টি সোনা সহ ১০টি পদক

২) দক্ষিণ কোরিয়া- ৩টি সোনা সহ ৬টি পদক

৩) মার্কিন যুক্তরাষ্ট্র- ১টি সোনা সহ ৫টি পদক

-------------

১৩) বক্সিং (মোট ১৩টি ইভেন্ট) (Boxing)

বক্সিংয়ে পদক তালিকায় প্রথম তিন

১) উজবেকিস্তান (৫টি সোনা)

২) চিন (৩টি সোনা সহ ৫টি পদক)

৩) চাইনিজ তাইপে (১টি সোনা সহ ৩টি পদক)

--------------

১৪) ব্যাডমিন্টন (৫টি ইভেন্ট মিলিয়ে) (Badminton)

চিন- ২টি সোনা, ৩টি রুপো

দক্ষিণ কোরিয়া- ১টি সোনা, ১টি রুপো

চাইনিজ তাইপে- ১টি সোনা

ডেনমার্ক-১টি সোনা

তাইল্যান্ড- ১টি রুপো

জাপান- ২টো ব্রোঞ্জ

মালয়েশিয়া-২টো ব্রোঞ্জ

ইন্দোনেসিয়া-১টি ব্রোঞ্জ

-----------------------------

১৫) সাঁতার (পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৩৭টি ইভেন্ট) (Swimming)

সাঁতারে পদক তালিকায় প্রথম তিন

১) মার্কিন যুক্তরাষ্ট্র- ৮টি সোনা, ২৮টি পদক

২) অস্ট্রেলিয়া- ৭টি সোনা, ১৮টি পদক

৩) ফ্রান্স- ৪টি সোনা, ৭টি পদক


১৬) আর্টিস্টিক জিমন্যাস্টিক (Artistic Gymnastics)

জিমন্যাস্টিকে পদক তালিকায় প্রথম তিন

১) মার্কিন যুক্তরাষ্ট্র- ৩টি সোনা সহ ১০টি পদক

২) জাপান- ৩টি সোনা সহ ৪টি পদক

৩) চিন- ২টি সোনা সহ ৯টি পদক

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now