Satya Nadella on CAA: 'কোনও বাংলাদেশীকে ইনফোসিসের পরবর্তী সিইও হতে দেখলে আমি খুশি হব', সিএএ বিরোধিতায় মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লা
সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা দেশ এবার সিলকন ভ্যালি থেকে কেন্দ্রের বিজেপি সরকারের এই নয়া আইন নিয়ে মুখ খুললেন মাইক্রোসফটের চিফ একসিকিউটিভ অফিসার সত্য নাদেল্লা (Satya Nadella)। তিনি এক টুইটবার্তায় বললেন, সিএএ নিয়ে ভারতে যা হচ্ছে তা দুঃখজনক। ভারত সরকার যে জনবিস্ফোরণ আটকাতে নানা পন্থা নিচ্ছে তানিয়ে নিন্দা করতে চান না নাদেল্লা।
সিলিকন ভ্যালি, ১৪ জানুয়ারি: সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উত্তাল গোটা দেশ এবার সিলকন ভ্যালি থেকে কেন্দ্রের বিজেপি সরকারের এই নয়া আইন নিয়ে মুখ খুললেন মাইক্রোসফটের চিফ একসিকিউটিভ অফিসার সত্য নাদেল্লা (Satya Nadella)। তিনি এক টুইটবার্তায় বললেন, সিএএ নিয়ে ভারতে যা হচ্ছে তা দুঃখজনক। ভারত সরকার যে জনবিস্ফোরণ আটকাতে নানা পন্থা নিচ্ছে তানিয়ে নিন্দা করতে চান না নাদেল্লা। তবে তিনি চান কোনও একদিন যেন প্রতিবেশী দেশের কোনও অভিবাসী বেঙ্গালুরর আইটিপার্কের ইনফোসিসের প্রধান হতে পারেন।
সত্য নাদেল্লার এই বক্তব্যকে সমর্থন করেছেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ ওই বিবৃতিকে সমর্থন জানিয়ে বলেছেন, দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের কর্তাদেরও সাহস করে ওইরকম বিবৃতি দেওয়া উচিত। তাঁর কথায়, “সত্য নাদেল্লা তাঁর মত প্রকাশ করেছেন। আমাদের দেশের তথ্যপ্রযুক্তি শিল্পে যাঁরা বড় মাথা তাঁদেরই এই কথাগুলো আগে বলা উচিত ছিল। আগে যদি নাও বলে থাকেন, এখন অন্তত তাঁরা নিজেদের মতামত জানান।” সত্য নাদেল্লা বলেন, “আমার মনে হয়, ভারতে এখন যা ঘটছে তা দুঃখজনক। ব্যাপারটা সত্যিই খারাপ। যদি কোনও বাংলাদেশী ভারতে এসে বড় কোম্পানি তৈরি করে অথবা ইনফোসিসের সিইও হয়, তাহলে খুশি হব।” সোশ্যাল নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্ট সাইট ‘বাজফিড’-এর এডিটর ইন চিফ বেন স্মিথকে এক সাক্ষাৎকারে নাদেল্লা এই কথা জানিয়েছেন। আরও পড়ুন-Google Doodle On Kaifi Azmi: ভালবাসার কবি কাইফি আজমির ১০১-তম জন্মদিনে গুগলের শ্রদ্ধার্ঘ্য
পরে মাইক্রোসফট ইন্ডিয়ার টুইটারে সত্য নাদেল্লা লেখেন, “প্রতিটি দেশই তার সীমারেখা নির্দিষ্ট করে দেয়। দেশকে সুরক্ষিত রাখে। অভিবাসন নীতি তৈরি করে। গণতন্ত্রে ওই নীতির মধ্যে থেকেই সরকার ও জনতা বিতর্ক চালায়।” এরপরে সরাসরি ভারতের প্রসঙ্গে নাদেলা লিখেছেন, “ভারতের ঐতিহ্যই আমাকে তৈরি করেছে। আমি নানা সংস্কৃতির মধ্যে বেড়ে উঠেছি। আমি আশা করি, ভারতে এসে কোনও অভিবাসী সুখী ও সমৃদ্ধ জীবনযাপনের আশা করতে পারবেন। তিনি মাল্টিন্যাশনাল কর্পোরেশনকে নেতৃত্ব দিতে পারবেন। তাতে দেশের অর্থনীতিই লাভবান হবে।”