BJP MLA Threatens Police: গণেশ উৎসবের শোভাযাত্রায় পুলিশকে হুমকি দিলেন এই বিজেপি বিধায়ক, ভাইরাল ভিডিও
গণেশ উৎসবের শোভাযাত্রা চলাকালীন গুজরাতের বিজেপি বিধায়ক ভরত প্যাটেল (Bharat Patel) পুলিশকে হুমকি দিলেন।
ভালসাদ, ২২ অগাস্ট: গণেশ উৎসবের শোভাযাত্রা চলাকালীন গুজরাতের বিজেপি বিধায়ক ভরত প্যাটেল (Bharat Patel) পুলিশকে হুমকি দিলেন। একটি ভিডিওতে দেখা গেছে এবং ভাইরাল হয়েছে সেই ভিডিও, ভিডিওতে তিনি বলছেন "আ জো, হু জো কহু তো হমনা হুল্লাদ দে (যদি আমি ওদের বলি তাহলে খুব ক্ষতি হবে)। আরও পড়ুন- Russia Detains IS Suicide Bomber: ভারতে নাশকতার ছক কষছে আইএস? জানাল রাশিয়া
রবিবার বিকেলে আহির কমিউনিটির একটি দল গণেশ উৎসবের আয়োজন করে এবং শোভাযাত্রা বের করলে পুলিশ বাধা দেয়। সব আয়োজকদের মোবাইল নিয়ে নেওয়া হয় ও ডিজে বাদকের ল্যাপটপ নিয়ে নেওয়া হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই আমি ঘটনাস্থলে পৌঁছে যাই, এবং পুলিশের কাছে কী হয়েছে জানতে চাই। তখন পুলিশের সঙ্গে একটু তর্কাতর্কি হলেও আমি পুলিশেকে কোধো হুমকি দেইনি। পুলিশ আমার নামে মিথ্যে রটাচ্ছে। " বিজেপি বিধায়ক ভরত প্যাটেল এই কথা বলেছেন ভালসাদে।
দেখুন ভিডিও
ভিডিওতে দেখা যাচ্ছে ভরত প্যাটেল যে পুলিশেরা এই শোভাযাত্রা আটকেছিলো তাদের ধমক দিচ্ছেন। সেই সময় পুলিশ ইন্সপেক্টর ডি. এম ঢোল ঘটনাস্থলে এসে বিধায়ককে শান্ত করতে যান এবং তিনি তখন বলেন যে, তাজিয়া শোভাযাত্রায় তো তাঁরা কিছু করেন না, তাহলে হিন্দুদের ওপরই সবসময় অত্যাচার কেনো হবে? ইন্সপেক্টর তাঁকে শান্ত হয়ে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করতে বলায় তিনি বলেন যে এটি পুলিশের কাজ, এতে তিনি কোনও সাহায্য করবেন না, পরের বছর থেকে তিনিও এই শোভাযাত্রায় যোগ দেবেন, পারলে পুলিশ তাকে গ্রেফতার করুক। তিনি আরও বলেন "যদি আমি ওদের বলি তাহলে খুব ক্ষতি হবে।"
প্যাটেল বলেছেন শোভাযাত্রা করার অনুমতি নিতে গেলে পুলিশের কাছে, জেলা শাসকের কাছে এবং নগর পালিকা প্রধান অফিসারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই পদ্ধতিটি আরও সহজ করা উচিত। তিনি বলেছেন তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ আনা হয়েছে। তিনি পুলিশকে হুমকি দেননি। ঢোল বলেছেন তিনি তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছিলেন এবং তাই তিনি কিছু বলতে পারেননি।