Representational image | (Photo Credits: Unsplash)

আমেদাবাদ, ২৭ মে: মহামারী করোনাভাইরাস ও তার জেরে চলতে থাকা টানা লকডাউন গুজরাটের বিয়ে শিল্পকে বড় রকমের ধাক্কা (weddings planned cancelled) দিয়েছে। এর ফলে গত দুমাসে গুজরাটে কমপক্ষে ৩০ হাজার বিয়ে বাতিল ও স্থগিত হয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলে এমন তথ্যই দিয়েছেন হোটেল এবং রেস্তরাঁ অ্যাসোসিয়েশনের মুখপাত্র অভিজিৎ দেশমুখ। বিয়ের একেবারে পিক সিজন হল মার্চ এপ্রিল মাস। এই সময়েই গুজরাটে সবথেকে বেশি বিয়ের অনুষ্ঠানগুলি চলে। ওয়েডিং প্ল্যানার ডিভান শাহ বলেছেন, এ বছর মেগা বিয়ের কাজ পুরোপুরি মিস করলাম। যাঁদের বিয়ে আগে থেকে নির্ধারিত ছিল, তাঁরাও এখন আট দশজন ঘনিষ্ঠজনকে সাক্ষী রেখে প্রায় নমো নমো করেই বিয়েটা সেরে ফেলছেন।

যদিও ১৮ মে থেকে লকডাউন কিছুটা শিথিল হয়েছে। তবে হোটেল রেস্তরাঁ, মন্দির, পার্টির ভেনুগুলো আপাতত বন্ধই থাকছে। স্বাভাবিকভাবেই এখন বিয়ের আয়োজন করা বেশ মুশকিল হয়ে পড়েছে। যাঁরা বিয়ের জন্য আগাম বুকিং করেছিলেন তাঁরা সব অনুষ্ঠান বাতিল করেছেন। সামনের পিক সিজন আগামী ডিসেম্বর জানুয়ারি। এখন আমাদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেকেই এতদিনের জন্য বিয়ে ফেলে রাখতে রাজি হচ্ছেন না। তাঁরা বাড়িতে ঘনিষ্ঠ আত্মীয়দের ডেকে চারহাত এক করে নিচ্ছেন। ডিভান শাহর দুই ক্লায়েন্টও তেমনটাই করেছেন। এককথায় লকডাউনের মরশুমে মাথায় হাত ওয়েডিং প্ল্যানারদের।  আরও পড়ুন- Rahul Gandhi: কঠোর লকডাউনে ভারতের অর্থনীতি দ্রুত ক্ষতিগ্রস্ত হবে, ভিডিও বার্তায় রাহুল গান্ধীকে বললেন সুইডিশ স্বাস্থ্য বিশেষজ্ঞ

এই বিষয়ে ডেকরেটর ক্যাটারার অমল গান্ধী বলেন, সরকারি নির্দেশিকা বলছে, বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি আমন্ত্রিতর অনুমতি নেই। স্বাভাবিকভাবেই মেগা বিয়েতে আর কেউ আগ্রহ দেখাচ্ছেন না। বেশ কয়েকজন দম্পতি এখন খাতায় কলমে বিয়ে সেরে পরবর্তিতে অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন। তবে বেশিরভাগই চাইছেন না অনুষ্ঠানের বিয়ে। কেননা বিয়ের অ্যালবামে থাকা ছবিতে অতিথিরা মাস্ক পরে আছেন, এটা কেউই দেখতে চান না। তাছাড়া ৫০ জনের খাবারের আয়োজন করাটাও সম্ভব নয়। তাই তো বেশিরভাগ বিয়ে আপাতত বাতিল হয়েছে। সময় ফের স্বাভাবিক হলে তখন সানাই বাজবে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Fire At Gaming Zone: গেমিং জোনে আগুনে পুড়ে মৃত্যু ২৭ জনের, ঘটনাস্থলে গুজরাটের মুখ্যমন্ত্রী

Food Poisoning: বিয়েবাড়ির খাবার খেয়ে গুরুতর অসুস্থ, হাসপাতালে ১০৭ জন

Shah Rukh Khan: আহমেদাবাদের হাসপাতালে ভর্তি শাহরুখ খান, বন্ধুকে দেখে বেরিয়ে এলেন জুহি চাওলা,জয় মেহতা; ভিডিয়োতে দেখুন

Anant Ambani-Radhika Merchant Wedding: ইতালি থেকে সুইজারল্যান্ড, ক্রুজে চেপে অনন্ত-রাধিকার বিবাহ অভিযান

Mehendi Designs For Marriage: বিয়ের মরসুমে বাড়িয়ে তুলুন হাতের সৌন্দর্য, সুন্দর এবং আকর্ষণীয় মেহেন্দি ডিজাইনে সাজিয়ে তুলুন হাত...

SRH vs GT, IPL 2024 Live Streaming: সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

Gujarat Fatal Accident: গুজরাটের ভাসাদে দ্রুতগতির গাড়িতে আকস্মিক দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু ৪ জনের (দেখুন মর্মান্তিক ভিডিও)

Friendship Marriage: বিবাহিত হয়েও বিয়ের দায়ভার থেকে মুক্ত, চাইলেই সম্ভব পরকীয়া, বাড়ছে 'ফ্রেন্ডশিপ ম্যারেজ'এর প্রবণতা