Cervical Cancer: পুনমের মত প্রতি ২ মিনিটে একজন মহিলার মৃত্যু হচ্ছে সার্ভিকাল ক্যানসারের কারণে, রোগের লক্ষণ কী, কীভাবে ছড়ায়? জানুন
সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত হয়ে 'নাশা' অভিনেত্রীর মৃত্যুর খবরে চাঞ্চল্য তৈরি হলেও এই রোগ সম্বন্ধে এখনও অবগত নন বহু মানুষ। মহিলাদের মধ্যে খুব পরিচিত এই রোগ। স্তন, ফুসফুস এবং মলাশয়ের ক্যানসারের পর চতুর্থ স্থানে রয়েছে সার্ভিকাল ক্যানসার। বর্তমানে এই রোগে প্রতি ২ মিনিটে একজনের মৃত্যু হয়।
সার্ভিকাল ক্যানসার (Cervical Cancer) আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন মডেল তথা অভিনেত্রী পুনম পান্ডে (Poonam Pandey)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২। মাস কয়েক আগেই সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন অভিনেত্রী। ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। মারণ রোগ একেবারে শেষ পর্যায়ে এসে ধরা পড়েছিল। সার্ভিকাল ক্যানসারে আক্রান্ত হয়ে 'নাশা' অভিনেত্রীর মৃত্যুর খবরে চাঞ্চল্য তৈরি হলেও এই রোগ সম্বন্ধে এখনও অবগত নন বহু মানুষ।
সার্ভিকাল ক্যানসার কী? এই রোগের কারণ, লক্ষণই বা কী? জানুন এই প্রতিবেদনে...
জরায়ুর (Uterus) মুখে যে ক্যানসার হয় তাকেই সার্ভিকাল ক্যানসার (Cervical Cancer) বলে। এই রোগে জরায়ুর আস্তরণে অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটে। এই ক্যানসার জরায়ু মুখের ক্যানসার নামেও পরিচিত। মহিলাদের মধ্যে খুব পরিচিত এই রোগ। স্তন, ফুসফুস এবং মলাশয়ের ক্যানসারের পর চতুর্থ স্থানে রয়েছে সার্ভিকাল ক্যানসার। বর্তমানে এই রোগে প্রতি ২ মিনিটে একজনের মৃত্যু হয়।
সার্ভিকাল ক্যানসারের উপসর্গ এবং লক্ষণঃ
প্রাথমিক পর্যায়ে এই রোগের উপসর্গগুলো সেভাবে বোঝা যায়না। সংক্রমণ যত ছড়ায় উপসর্গ তত স্পষ্ট হয়।
ঋতুস্রাব চলাকালীন অতিরিক্ত রক্তপাত
সহবাসের পর রক্তপাত
কোমরে, পায়ে ব্যাথা
ক্লান্তি
খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া
দুর্গন্ধযুক্ত স্রাব
সার্ভিকাল ক্যানসারের প্রধান কারণঃ
সার্ভিকাল ক্যানসার অধিকাংশ ক্ষেত্রেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণের কারণে হয়। যা খুব পরিচিত একটি যৌন সংক্রমণ। অসুরক্ষিত মিলনের ফলে এই সংক্রমণ এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে যেতে পারে। এছাড়া অন্যান্য সম্ভাব্য কারণ গুলো হল...
অতিরিক্ত ধূমপান
ইমিউনিটি ক্ষমতা কমে যাওয়া
৫ বছরের বেশি সময় ধরে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার
৩ জনের বেশি বাচ্ছার জন্ম দেওয়া।