Uttar Pradesh Shocker: ২০ দিন ধরে কিশোরীকে গণধর্ষণ, অভিযুক্ত সাত

উত্তরপ্রদেশে ১৯ বছর বয়সী কিশোরীকে অপহরণ করে ২০ দিন ধরে গণধর্ষণ।

প্রতীকী ছবি (Photo Credit: IANS)

উত্তরপ্রদেশে ১৯ বছর বয়সী কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ। পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ২০ দিন ধরে গণধর্ষণের (Gang-Raped) অভিযোগ উঠেছে। ওই পাঁচ অভিযুক্তের সঙ্গে আরও দুইজন নারীও জড়িত বলে অভিযোগ। সম্বল কোতোয়ালি থানায় বিভিন্ন ধারায় সাতজনের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে।এই মামলার তদন্তকারী এসএইচও অনুপ শর্মা বলেছেন, সাত অভিযুক্তের সবাই পলাতক, এখনও কেউ গ্রেফতার হয়নি। আরও পড়ুন: Bihar: ঘুমের মধ্যে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন বিহারের ব্যবসায়ী

কিশোরীটি জানিয়েছেন,গত ২৭ সেপ্টেম্বর তাঁকে মোহাম্মদ আরশাদ ও অসীম নামে দুই অভিযুক্ত অপহরণ করে। এরপর তাঁকে মোরাদাবাদ জেলায় তাদের বন্ধু আশিক খানের বাড়িতে নিয়ে যায়, যেখানে তিনজনই তাঁকে ধর্ষণ করে। তারপর সনি হুসেন ও ফয়েজ আলম নামে দুই ব্যক্তি তাদের দলে যোগ দেয়। কিশোরী আরও জানিয়েছেন, অভিযুক্তদের সাহায্য করেন সায়রা বেগম ও জেবা খান নামে দুই নারী।