Close
Advertisement
 
রবিবার, নভেম্বর 24, 2024
সর্বশেষ গল্প
1 hour ago
Live

Mizoram Elections Results 2023: মিজোরাম দখল জ়োরাম পিপলস মুভমেন্ট-এর, আসন বাড়াল বিজেপি

ভারত Indranil Mukherjee | Dec 04, 2023 02:09 PM IST
A+
A-
04 Dec, 14:09 (IST)

৪০ আসন বিশিষ্ট মিজোরামের ম্যাজিক ফিগার ২১। ইতিমধ্যেই সেই ফিগার টপকে গেছে  ৬ দলের সম্মিলিত জোট জ়োরাম পিপলস মুভমেন্ট। সর্বশেষ নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৬ টি আসন পেয়েছে জেডপিএম। এখনো একটি আসনে এগিয়ে আছে তারা। অন্যদিকে এদিকে মিজো ন্যাশনাল ফ্রন্ট-এর ঝুলিতে গিয়েছে ৮টি আসন। আরও ২টি আসনে তারা এগিয়ে।এদিকে কংগ্রেস গতবার ৫টি আসনে জিতেছিল। আর এবার তারা মাত্র একটি আসনে এগিয়ে আছে। তবে উল্লেখযোগ্য ভাবে দুটি আসনে জয়লাভ করেছে বিজেপি এবং একটি আসনে এখনও এগিয়ে আছে তারা। 

 

04 Dec, 12:12 (IST)

একক সংখ্যাগরিষ্ঠতার পথে জ়োরাম পিপলস মুভমেন্ট. সর্বশেষ তথ্য অনুসারে ৬টি আসনে ইতিমধ্যে জয় লাভ করেছেন তারা। ৬টি আসনে জয়ের সার্টিফিকেটও পেয়ে গিয়েছেন ওই প্রার্থীরা। এদিকে বিজেপি মাত্র তিনটি ও  কংগ্রেস এগিয়ে মাত্র ১টি আসনে।

04 Dec, 10:41 (IST)

আজ মিজোরামের বিধানসভা নির্বাচনের ভোট গণনা।  সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। বিকেলের মধ্যেই নির্বাচনের ফল প্রকাশ হবে। গত ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন হয়। ৪০ আসনের বিধানসভা নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী লড়েছিলেন।

এখনও অবধি নির্বাচনের কমিশনের সূত্র অনুসারে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে রয়েছে জ়োরাম পিপলস মুভমেন্ট। ২৪ টি আসনে এগিয়ে থাকার পাশাপাশি ৪টি আসনে জয় লাভ ও করেছে তারা। অন্যদিকে মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে রয়েছে ১২টি আসনে। তিনটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ও কংগ্রেস এগিয়ে একটি আসনে।

 

04 Dec, 10:41 (IST)

আজ মিজোরামের বিধানসভা নির্বাচনের ভোট গণনা।  সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। বিকেলের মধ্যেই নির্বাচনের ফল প্রকাশ হবে। গত ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা নির্বাচন হয়। ৪০ আসনের বিধানসভা নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী লড়েছিলেন।

এখনও অবধি নির্বাচনের কমিশনের সূত্র অনুসারে সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে রয়েছে জ়োরাম পিপলস মুভমেন্ট। ২৪ টি আসনে এগিয়ে থাকার পাশাপাশি ৪টি আসনে জয় লাভ ও করেছে তারা। অন্যদিকে মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে রয়েছে ১২টি আসনে। তিনটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি ও কংগ্রেস এগিয়ে একটি আসনে।

 

04 Dec, 09:23 (IST)

২০১৮ সালে মিজোরামের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে এনডিএ জোটের শরিক দল  এমএনএফ সরকার গঠন করেছিল। তাঁরা ২৬ আসনে জয়ী হয়েছিল । জ়োরাম পিপলস মুভমেন্ট দল পেয়েছিল ৮টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র ৫টি। তবে এবার শুরু থেকেই এগিয়ে রয়েছে জ়োরাম পিপলস মুভমেন্ট। শেষ পাওয়া খবরে ২০ টি আসনে এগিয়ে রয়েছে তারা। ১১টি আসনে এগিয়ে রয়েছে  মিজো ন্যাশনাল ফ্রন্ট

04 Dec, 09:23 (IST)

২০১৮ সালে মিজোরামের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে এনডিএ জোটের শরিক দল  এমএনএফ সরকার গঠন করেছিল। তাঁরা ২৬ আসনে জয়ী হয়েছিল । জ়োরাম পিপলস মুভমেন্ট দল পেয়েছিল ৮টি আসন, কংগ্রেস পেয়েছিল মাত্র ৫টি। তবে এবার শুরু থেকেই এগিয়ে রয়েছে জ়োরাম পিপলস মুভমেন্ট। শেষ পাওয়া খবরে ২০ টি আসনে এগিয়ে রয়েছে তারা। ১১টি আসনে এগিয়ে রয়েছে  মিজো ন্যাশনাল ফ্রন্ট

04 Dec, 09:09 (IST)

প্রথম রাউন্ডের গণনা শেষ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ীএগিয়ে গেল জ়োরাম পিপলস মুভমেন্ট। এই মুহুর্তে ১২টি আসনে তারা এগিয়ে রয়েছে।মিজো ন্যাশনাল ফ্রন্ট এগিয়ে আছে ১০টি আসনে

04 Dec, 08:40 (IST)

মিজোরামে বিধানসভার ৪০ আসনে শুরু হল ভোট গণনা। বুথে বুথে স্ট্রং রুম খোলা হয়েছে। প্রথমে গণনা শুরু হয়েছে ব্যালট পেপারের।দেখুন সেই প্রস্তুতির ছবি-

৪০ আসনের মিজোরাম বিধানসভা নির্বাচনের আজ ফল ঘোষণা। কালকের গেরুয়া ঝড়ের পর অনেকটাই হালকা আজকের ফলাফলের মেজাজ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে গণনা। বিভিন্ন বুথে ইতিমধ্যেই আনা হয়েছে ব্যালট বোঝাই বাক্স। রয়েছে কড়া নিরাপত্তাও।গত ৭ নভেম্বর মিজোরাম বিধানসভায় নির্বাচন হয়। ৪০ আসনের বিধানসভা নির্বাচনে মোট ১৭৪ জন প্রার্থী লড়েছিলেন। মিজোরামের মুখ্য প্রতিদ্বন্দ্বী দল তিনটি, তারা হল মিজো ন্যাশনাল ফ্রন্ট, জ়োরাম পিপলস মুভমেন্ট ও কংগ্রেস। তিনটি দলই ৪০টি করে আসনে প্রার্থী দিয়েছিল।তবে বিজেপি মাত্র ১৩টি আসনে প্রার্থীদিতে পারে। আপ থেকেও ৪টি কেন্দ্রে প্রার্থী দেওয়া হয়েছে।

বিধানসভা নির্বাচনের লাইভ আপডেট দেখতে চোখ রাখুন-


Show Full Article Share Now