Maha Kumbh Mela District: ১২ বছর পর মহাকুম্ভের যোগ, প্রয়াগরাজের বড় প্রাপ্তি, নতুন জেলা যোগী রাজ্যে
আসন্ন মহাকুম্ভ মেলার আগে উত্তরপ্রদেশ সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এলাকাটিকে একটি নতুন জেলা হিসাবে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Maha Kumbh Mela District: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (Prayagraj) কুম্ভ স্নান বিশ্ববাসীর কাছে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে একটি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা আসেন কুম্ভ স্নানের (Kumbh Snan) পুণ্য অর্জন করতে। কাতারে কাতারে মানুষ এসে ভিড় করেন এই কুম্ভমেলায় (Kumbh Mela)। ২০২৫ সালে রয়েছে মহাকুম্ভের যোগ (Maha Kumbh Mela)। প্রতি ১২ বছর অন্তর আসে এই বিশেষ যোগ। তাই আসন্ন মহাকুম্ভ মেলার আগে উত্তরপ্রদেশ সরকার এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এলাকাটিকে একটি নতুন জেলা হিসাবে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। নতুন জেলার নাম নির্ধারিত হয়েছে, মহাকুম্ভ মেলা।
সাধারণত প্রতি চার বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার (গঙ্গা) ও প্রয়াগে (প্রয়াগরাজ) অর্ধকুম্ভ আয়োজিত হয়। আর প্রতি ১২ বছরের ব্যবধানে পূর্ণকুম্ভ বা মহাকুম্ভ অনুষ্ঠিত হয় (Maha Kumbh 2025)। প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে এই পূর্ণকুম্ভ আয়োজিত হয়। ২০২৫ সালে সেই মহাকুম্ভ মেলার যোগ পড়েছে।
কুম্ভ মেলায় যে হারে ভিড় হয় প্রতি বছর তাতে নাকানিচোবানি অবস্থা হয় উত্তরপ্রদেশ প্রশাসনের। পুণ্যার্থীদের বিপুল ভিড়কে সঠিক পথে পরিচালনা করা মহাবিপাকের কাজ। আর চলতি বছরে পড়েছে মহাকুম্ভের যোগ। স্বাভাবিক ভাবেই ভিড়ের মাত্রা আরও কয়েকগুন বাড়বে। তাই এই ধর্মীয় অনুষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে মহাকুম্ভ এলাকাটিকে উত্তরপ্রদেশের নতুন জেলা হিসাবে ঘোষণা করে দিল যোগী সরকার। প্রশাসনিক পর্যায়ে রাজ্য সরকারের এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে। মহাকুম্ভকে আলাদা জেলা হিসাবে গড়ে তোলার ফলে তীর্থযাত্রীদের ভিড়ের ঠেলা সামলানোর জন্যে জেলাস্তরে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে সুবিধা হবে।
উত্তরপ্রদেশে নতুন জেলা...
নবনির্মিত জেলায় মেলা চলাকালীন মেলার রক্ষণাবেক্ষণ, তীর্থযাত্রীদের সুবিধা প্রদান সমস্ত কিছুর জন্যের আলাদা করে প্রশাসনিক দলের ব্যবস্থা করা হয়েছে। উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার মহাকুম্ভ স্নানের জন্যে ভারত ও বিশ্বজুড়ে তীর্থযাত্রীদের স্বাগত জানানোর জন্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
২০১৩ সালের পর ২০২৫ সালে মহাকুম্ভের যোগ (Maha Kumbh 2025) এসেছে। সেই বছর প্রায় ১২ কোটি মানুষ এই ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে এসেছিলেন। ২০২৫ সালের পূর্ণকুম্ভে শাহী স্নানের দিনগুলি হল...
১৪ জানুয়ারি, ২০২৫ (মকর সংক্রান্তি)
২৯ জানুয়ারি, ২০২৫ (মৌনী অমাবস্যা)
২ ফেব্রুয়ারি, ২০২৫ (বসন্ত পঞ্চমী)