Loudspeakers & Meat Regulations In MP: মধ্যপ্রদেশে ধর্মীয় ও প্রকাশ্য স্থানে লাউডস্পিকারের যথেচ্ছ ব্যবহার নিষিদ্ধ, প্রকাশ্যে মাংস বিক্রি বন্ধের নির্দেশ নতুন মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী পদে বসেই মধ্যপ্রদেশে ধর্মীয় ও জনবসতি এলাকায় লাউডস্পিকারের যথেচ্ছ এবং অনিয়ন্ত্রিত ব্যবহার নিষিদ্ধ করলেন মোহন যাদব।

Photo Credits: FB

ভোপাল: মুখ্যমন্ত্রী পদে বসেই মধ্যপ্রদেশে ধর্মীয় (religious) ও প্রকাশ্য স্থানে এলাকায় লাউডস্পিকারের (loudspeakers) যথেচ্ছ এবং অনিয়ন্ত্রিত ব্যবহার (unregulated use) নিষিদ্ধ (ban) করলেন মোহন যাদব (Madhya Pradesh CM Mohan Yadav)। আরও পড়ুন: Adhir Chowdhury On Security Breach: ওম বিড়লার সঙ্গে বৈঠকের পর সংসদে নিরাপত্তা লঙ্ঘন নিয়ে কী বললেন অধীর চৌধুরী! ভিডিয়োতে শুনুন কংগ্রেস নেতার বক্তব্য

সেই সঙ্গে বন্ধ করার নির্দেশ দিলেন প্রকাশ্যে মাংস বিক্রিও (meat sale)। বুধবার শপথ নেওয়ার পরেই সোজা চলে গেছিলেন নিজের বিধানসভা কেন্দ্রে উজ্জৈন-এ থাকা বিখ্যাত মহাকাল মন্দিরে পুজো দিতে। তারপর অফিসে ফিরেই নিলেন দুটি কঠিন সিদ্ধান্ত। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল ছড়িয়েছে। আরও পড়ুন:  Lok Sabha Security Breach: নিরাপত্তারক্ষী নয়! গ্যাস ছড়ানো যুবককে বেধড়ক পেটালেন সংসদদের সদস্যরাই, দেখুন ভিডিও