Ludhiana Court Blast Case: লুধিয়ানা আদালতে বিস্ফোরণ ঘটিয়েছে মাদক মামলায় জেল খাটা পঞ্জাব পুলিশের প্রাক্তন কর্মী
পঞ্জাবের লুধিয়ানা আদালতে বিস্ফোরণের ঘটনায় (Ludhiana Court Blast Case) নিহত ব্যক্তিই বিস্ফোরণ ঘটিয়েছিল। আজ তার পরিচয় প্রকাশ করেছে পঞ্জাব পুলিশ। পঞ্জাবের ডিজিপি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় (Punjab DGP Siddharth Chattopadhyaya) জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম গগনদীপ সিং (Gagandeep Singh)। সে পঞ্জাব পুলিশেই চাকরি করত। ২০১৯ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। মাদক পাচারের মামলায় গ্রেফতার হয়ে ২ বছর জেলেও কাটিয়েছে সে।
লুধিয়ানা, ২৫ ডিসেম্বর: পঞ্জাবের লুধিয়ানা আদালতে বিস্ফোরণের ঘটনায় (Ludhiana Court Blast Case) নিহত ব্যক্তিই বিস্ফোরণ ঘটিয়েছিল। আজ তার পরিচয় প্রকাশ করেছে পঞ্জাব পুলিশ। পঞ্জাবের ডিজিপি সিদ্ধার্থ চট্টোপাধ্যায় (Punjab DGP Siddharth Chattopadhyaya) জানিয়েছেন, নিহত ব্যক্তির নাম গগনদীপ সিং (Gagandeep Singh)। সে পঞ্জাব পুলিশেই চাকরি করত। ২০১৯ সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। মাদক পাচারের মামলায় গ্রেফতার হয়ে ২ বছর জেলেও কাটিয়েছে সে।
তবে, কী কারণে আদালতে বিস্ফোরণ ঘটাল ওই প্রাক্তন পুলিশ কর্মী? পুলিশ জানিয়েছে, গত সেপ্টেম্বরে জেল থেকে ছাড়া পায় গগনদীপ। তার বিরুদ্ধে দায়ের থাকা মাদক মামলার রেকর্ড ধ্বংস করতেই সে বিস্ফোরণ ঘটায়। সিদ্ধার্থ চট্টোপাধ্যায় বলেন, "গগনদীপ সিংকে তার বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলায় আদালতে হাজির করার কথা ছিল। আদালতের রেকর্ড রুম বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে সে। ওই রুমেই মামলার কাগজপত্র সংরক্ষিত ছিল।" আরও পড়ুন: Omicron Scare: ওমিক্রনের বাড়বাড়ন্তে ১০টি রাজ্যে মাল্টি-ডিসিপ্লিনারি দল পাঠাচ্ছে কেন্দ্র
সিদ্ধার্থ জানান, প্রাক্তন হেড কনস্টেবল আদালতের বাথরুমে আইইডি মজুত করে রাখে। আচমকা এটি বিস্ফোরিত হয়। গগনদীপের সঙ্গে খালিস্তানি এবং মাফিয়া সংগঠনের যোগাযোগ ছিল। পঞ্জাবের ডিজিপি আরও বলেন, "গগনদীপ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তৈরির উপাদন কোথা থেকে পেল তা এখনও জানা যায়নি। এ বিষয়ে জানতে তদন্ত চলছে। আমরা চূড়ান্তভাবে বলতে পারি না এই ঘটনায় পাকিস্তানের ভূমিকা আছে, তবে আমাদের সন্দেহ আছে। তদন্ত এখনও শেষ হয়নি। গগনদীপ সিংয়ের সিম কার্ড এবং একটি ওয়্যারলেস ডঙ্গল তাকে শনাক্ত করতে সাহায্য করেছে। পরিবারও মৃতদেহটি শনাক্ত করেছে।"