Loksabha Election 2024: স্বাতী মালিওয়ালকাণ্ডে বাড়ন্ত উত্তাপের মাঝে দেশে 'স্বৈরতন্ত্র' চলছে বলে তোপ কেজরিওয়ালের

রুশ প্রেসিডেন্টের প্রসঙ্গ তুলে কেজরি বলেন, নির্বাচনের আগে বিরোধীদের জেলে ভরতে শুরু করেন ভ্লাদিমির পুতিন। এমনকী বিরোধী নেতাদের জেলে ভরে তাঁদের খুনও পুতিন করেন বলে অভিযোগ করেন কেজরিওয়াল।

Photo Credits: ANI

দিল্লি, ১৭ মে: দেশে 'স্বৈরতন্ত্র' চলছে। এবার এমনই অভিযোগ করলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) । দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) পাঞ্জাবে প্রচারে গিয়ে অভিযোগ করেন, ভারতে 'স্বৈরতন্ত্র' চলছে। রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যে পরিস্থিতি তৈরি করেছেন, তার সঙ্গে ভারতের তুলনা টানেন কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, দেশে যে স্বৈরতন্ত্র চলছে, তা তাঁর কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, বিরোধীরা মুখ খুললে, তাঁদের জেলে ঢোকানো হচ্ছে বলেও অভিযোগ করেন আপ প্রধান। গত ৭৫ বছরে ভারতে কখনও এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি, যেখানে বিরোধী নেতাদের জেলে পুরে দেওয়া হয় বলে  মন্তব্যকরেন দিলল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Swati Maliwal Row: 'পলিটিকাল হিটম্য়ান ভাবছেন তিনি এবারেও বেঁচে যাবেন', ট্যুইটে তোপ স্বাতী মালিওয়ালের

এ প্রসঙ্গে রুশ প্রেসিডেন্টের প্রসঙ্গ তুলে কেজরি বলেন, নির্বাচনের আগে বিরোধীদের জেলে ভরতে শুরু করেন ভ্লাদিমির পুতিন। এমনকী বিরোধী নেতাদের জেলে ভরে তাঁদের খুনও পুতিন করেন বলে অভিযোগ করেন কেজরিওয়াল। সেই কারণেই পুতিন এবারের নির্বাচনে ৮৭ শতাংশ ভোট পয়েছেন। যেখানে বিরোধীদের কোনও ভূমিকাই বলেও মন্তব্য করেন কেজরি।