2002 Riots: গুজরাট দাঙ্গা নিয়ে মুখ না খুলে শিবের মত বিষ পান করেছিলেন মোদী: শাহ

২০০২ গুজরাট দাঙ্গায় সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে থাকা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ আনা হয়েছিল বলে দাবি করলেন অমিত শাহ। সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাতকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করলেন

Amit Shah. (Photo Credits: Twitter)

আমেদাবাদ, ২৫ জুন: ২০০২ গুজরাট দাঙ্গায় সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে থাকা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সব মিথ্যা অভিযোগ আনা হয়েছিল বলে দাবি করলেন অমিত শাহ। সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাতকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করলেন, মিডিয়াকে অর্থ দিয়ে ২০০১ দাঙ্গা নিয়ে মোদীর বিরুদ্ধে কুতসা, মিথ্যাচার করানো হয়েছিল বলেও অমিত শাহ অভিযোগ করেন। মোদীর বিরুদ্ধে আনা গুজরাট দাঙ্গার পিছনে ছিল গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। এমন অভিযোগ করলেন শাহ।

এরপর তিনি বলেন, ২০০২ দাঙ্গায় আনা মিথ্যা অভিযোগ এনে নরেন্দ্র মোদীকে যে কষ্ট-বেদনা সহ্য করতে হয়েছিল, তার সঙ্গে তুলনা চলে ভগবান শিবের বিষ পানের। নরেন্দ্র মোদী এই নিয়ে গত ১৯ বছর ধরে একটা কথাও বলেননি কারণ তিনি শিবের নীতি অনুসরণ করেছিলেন। যেখানে ভগবান শিব গলায় গরল গিলে সমস্ত কষ্ট সহ্য করেছিলেন। আরও পড়ুন: এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন দেবে বহুজন সমাজ পার্টি, জানিয়ে দিলেন মায়াবতী

দেখুন টুইট

বিশেষ তদন্ত দল (সিট) ২০০২ গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদীকে পুরোপুরি ক্লিনচিট দিয়েছন। এই কথা মনে করিয়ে শাহ দাবি করেন, মোদীর বিরুদ্ধে যারা অভিযোগ করেছিলেন তাদের সবাইকে প্রকাশ্যে ক্ষমা চান।

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গুজরাট দাঙ্গায় গুজরাটের গোধরা রেলস্টেশনে ৫৮জন পূন্যার্থীকে পুড়িয়ে মারা হয়েছিল। এরপর গোটা রাজ্যে দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। সেই দাঙ্গায় গুজরাটের হাজারেরও বেশি মানুষ মারা যান। কাঠগড়ায় এসেছিল সেই সময় নরেন্দ্র মোদী সরকারের ভূমিকা। রাজ্যে মোদী সরকারের আমলে অমিত শাহ ছিলেন স্বরাষ্ট্র, আইন ও রাজস্ব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে।



@endif