Jharkhand Assembly Elections Results 2019: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন
আজ সোমবার ছিল ঝাড়খণ্ড বিধানসভার ভোটগণনা (Jharkhand Assembly Elections Results 2019)। এদিন সন্ধ্যে গড়াতেই স্পষ্ট হয়ে যায়, ঝাড়খণ্ডে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর জোট। সেই সঙ্গে রঘুবর দাসকে (Raghubar Das) হটিয়ে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। রাজ্যে পরবর্তী সরকার গড়ছে জোটই। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১টি। সরকার গড়তে প্রয়োজন ছিল ৪১। যা ছুঁতে পেরেছে ত্রিশঙ্কু দলই। এদিন ফলাফল স্পষ্ট হতে শুরু করার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন জায়গাতেই জোট শিবিরের উল্লাসের ছবি উঠে আসে। জেএমএম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় মিষ্টিমুখ পর্ব।
রাঁচি, ২৩ ডিসেম্বর: আজ সোমবার ছিল ঝাড়খণ্ড বিধানসভার ভোটগণনা (Jharkhand Assembly Elections Results 2019)। এদিন সন্ধ্যে গড়াতেই স্পষ্ট হয়ে যায়, ঝাড়খণ্ডে বিজেপিকে সরিয়ে ক্ষমতায় আসছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর জোট। সেই সঙ্গে রঘুবর দাসকে (Raghubar Das) হটিয়ে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। রাজ্যে পরবর্তী সরকার গড়ছে জোটই। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১টি। সরকার গড়তে প্রয়োজন ছিল ৪১। যা ছুঁতে পেরেছে ত্রিশঙ্কু দলই। এদিন ফলাফল স্পষ্ট হতে শুরু করার সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন জায়গাতেই জোট শিবিরের উল্লাসের ছবি উঠে আসে। জেএমএম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় মিষ্টিমুখ পর্ব। আবার কোথাও বাজি পোড়াতে শুরু করেন কংগ্রেস ও জেএমএম সমর্থকরা।
ভোট গণনা শুরু হতেই দু’পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যায় এদিন। ধীরে ধীরে স্পষ্ট হয়ে যায় পালাবদলের ইঙ্গিত। এখনও পর্যন্ত যা খবর, তাতে ফের মুখ্যমন্ত্রীর (Chief Minister) চেয়ারে বসতে চলেছেন শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন। জয়ের পর রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন হেমন্ত। পাশপাশি জোটসঙ্গীদের প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। ২০০০ সালে গঠিত ঝাড়খণ্ড রাজ্য গত মাসেই ২০ বছরে পা দিয়েছে। এটি রাজ্যের চতুর্থ বিধানসভা নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। আয়তনে ছোট হলেও এদিন গোটা দেশের নজর কেড়ে নিয়েছিল ঝাড়খণ্ড বিধানসভার ভোটগণনা। আরও পড়ুন: Jharkhand Assembly Elections Results 2019: দুমকা জেলায় ২৪৬৩ ভোটে এগিয়ে হেমন্ত সোরেন
দেখা গিয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-কংগ্রেস-রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর জোট ৮১ আসনের মধ্যে পেয়েছে মোট ৪৭টি আসন (Seat)। যার মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা একা পেয়েছে ৩০টি আসন। কংগ্রেস ১৬টি এবং আরজেডি ১টি। এদিকে বিজেপি পেয়েছে ২৪টি আসন। অন্যদিকে বাকি দলগুলি যেমন আজসুপ পেয়েছে ৩টি আসন, জেভিএমপি পেয়েছে ৩টি আসন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)