Narendra Modi: রামনবমীর দিন অসমে প্রধানমন্ত্রীর জনসভা! জয় শ্রী রাম স্লোগান দিলেন মোদী
অসমের জনসভা থেকে জয় শ্রী রাম স্লোগান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে রাম নবমী (Ram Navami)। অযোধ্যায় রামলালা প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথমবার রামমন্দিরে অনুষ্ঠিত হচ্ছে জন্মদিন। ভক্তদের ভিড়ে পরিপূর্ণ মন্দির চত্বর। কিছুক্ষণ আগেই সূর্যতিলক হল রামলালার।
অন্যদিকে এই বিশেষ দিনে অসমে জনসভায় রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাই সভা থেকেই সমর্থকদের উদ্দেশ্যে মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে সূর্য তিলকে সামিল হতে বলেন। পাশাপাশি জয় শ্রী রাম স্লোগান দেন নরেন্দ্র মোদী। এদিন জনসভায় তিনি বলেন, "৫০০ বছরে এই প্রথমবার প্রভু রাম জি নিজের বাড়িতে জন্মদিন পালন করছেন। ফলে আজকের দিনটি দেশবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ"।
প্রসঙ্গত, রাম মন্দিরে ইতিমধ্যে সূর্য তিলক হয়ে গিয়েছে। এই অনুষ্ঠানটি দেখতে লক্ষ লক্ষ মানুষ সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন। এদিন ঠিক দুপুর ১২টা নাগাদ সূর্যতিলক অভিষেক হয় রামলালার।