Leap Year 2024: ফেব্রুয়ারি মাসে পালিত হয় লিপ ইয়ার, কেন শুধু ফেব্রুয়ারিতে পালিত হয় জানেন? জেনে নিন লিপ ইয়ারের গুরুত্ব...

সাধারণত ফেব্রুয়ারি মাস হয় ২৮ দিনের। তবে প্রতি ৪ বছরে ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে হয় ২৯ দিনের। এমতাবস্থায়, যারা লিপ ইয়ারে জন্মগ্রহণ করেন বা বিবাহ করেন তাঁদের সেই দিনটি উদযাপনের জন্য দীর্ঘ চার বছর অপেক্ষা করতে হয়। তবে সবার মনেই প্রশ্ন ওঠে চার বছর পর কেন আসে ২৯ ফেব্রুয়ারি? অথবা তিন বছর ফেব্রুয়ারি কেন ২৮ দিনের হয়? জেনে নেওয়া যাক লিপ ইয়ার কি এবং লিপ ইয়ারের গুরুত্ব।

জুলিয়ান ক্যালেন্ডার বা রোমান সৌর ক্যালেন্ডার অনুসারে, আগে বছর শুরু হত মার্চ মাসে এবং বছর শেষ হত ফেব্রুয়ারি মাসে। গণনার সুবিধার জন্য বছরের শেষ মাস হিসেবে ফেব্রুয়ারি মাসের সঙ্গে বাড়তি সময় যুক্ত করা হত। এছাড়া আগেকার সময়ে ফেব্রুয়ারি মাসটিকে অশুভ বলে গণ্য করা হত। এরপর জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন হয়ে হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং প্রথম মাস করা হয় জানুয়ারি এবং দ্বিতীয় মাস ফেব্রুয়ারি।

প্রতি ৪ বছরে বার্ষিক ক্যালেন্ডার ৩৬৫ দিনের পরিবর্তে হয় ৩৬৬ দিন, সেই বছরটি বলে অধিবর্ষ । জ্যোতির্বিজ্ঞানীদের মতে, সময় চক্রের মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখতে পালিত হয় লিপ ইয়ার। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতে ৩৬৫ দিন এবং প্রায় ৬ ঘন্টা সময় নেয়। এই ক্ষেত্রে, অতিরিক্ত ৬ ঘন্টার সঙ্গে চার বছর যুক্ত করলে হয় ২৪ ঘন্টা অর্থাৎ ১ দিন। যদি এই ৬ ঘন্টা সময় চক্রে যোগ না করা হয়, তাহলে ১০০ বছর পর সময় ২৫ দিন এগিয়ে চলবে। এর ফলে আবহাওয়াবিদদের আবহাওয়ার সঠিক হিসেব করা হবে কঠিন। এছাড়া পৃথিবীর জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনার সঠিক তথ্যও পাওয়া যাবে না। এই সমস্ত কারণে লিপ ইয়ার খুবই গুরুত্বপূর্ণ।



@endif