Lala Lajpat Rai Jayanti 2024: লালা লাজপত রায় কীভাবে হয়ে উঠলেন 'পাঞ্জাব কেশরী'? জন্মবার্ষিকীতে জেনে নিন তাঁর মহান ও অনুপ্রেরণামূলক কাহিনী

লালা লাজপত রায় জয়ন্তী, ইতিহাসের পাতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে মহান স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়ের জন্ম (Lala Lajpat Rai Jayanti) হয়েছিল। ১৮৬৫ সালের ২৮ জানুয়ারি পাঞ্জাবের মঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন লালা লাজপত রায়। তাঁকে বলা হত পাঞ্জাব কেশরী অর্থাৎ পাঞ্জাবের সিংহ। লালা লাজপত রায় সারা জীবন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদকে শক্তিশালী করার লড়াই করে গিয়েছিলেন। তাঁর দুই সহযোগী ছিলেন বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল। তাঁরা ত্রয়ী ‘লাল-বাল-পাল’ নামে পরিচিত। এই তিন মহান ব্যক্তির হাত ধরেই সূচনা হয় স্বদেশি আন্দোলনের ।

প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকায় ছিলেন লালা লাজপত রাই। সেখানে ‘হোম রুল লিগ অফ আমেরিকা’র (Home Rule League of America) প্রতিষ্ঠা করেন তিনি। ১৯২০ সালের কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নির্বাচিত হন লালা লাজপত রাই। ১৯২৮ সালে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন তিনি। সেই আন্দোলনের লাঠিচার্জ হওয়ায় গুরুতর আহত হলেও আন্দোলন থেকে সরেননি লালা লাজপত রায়। ওই আঘাতের পর আর সুস্থ হতে পারেননি তিনি। ১৯২৮ সালের ১৭ নভেম্বর মৃত্যু হয় তাঁর। তাঁর মৃত্যুর দিনটিকে শহিদ দিবস হিসেবে পালন করা হয় ওড়িশায়।

‘আর্য সমাজ’, ‘দ্য স্টোরি অফ মাই ডিপোর্টেশন’, ‘দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা: আ হিন্দুজ ইমপ্রেশন’, ‘ইংল্যান্ডস ডেট টু ইন্ডিয়া’, ‘ইয়ং ইন্ডিয়া’, ‘আনহ্যাপি ইন্ডিয়া’ এমন একাধিক বইয়ের লেখক ছিলেন তিনি। দেশকে প্রথম দেশীয় ব্যাংক উপহার দিয়েছিলেন লালা লাজপত রায়। তিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) নামে প্রথম স্বদেশী ব্যাঙ্কের ভিত্তি স্থাপন করেছিলেন পাঞ্জাবে।