Climate Change: বিপদে বিশ্ববাসী, প্রাণঘাতী গরমের শিকার ২২০ কোটি মানুষ, গবেষণায় চাঞ্চল্য তথ্য
বৈশ্বিক তাপমাত্রা আর ২ ডিগ্রি বৃদ্ধি পেলে উত্তর ভারত, পূর্ব পাকিস্তান, পূর্ব চিন, দক্ষিণ আফ্রিকার মত দেশ মারাত্মক তাপের মুখে পড়তে পারে। বিশ্বজুড়ে জলবায়ুর এই পরিবর্তন ব্যাপক সংখ্যক মানব জীবনকে বিনাশের মুখে এনে দাঁড় করাতে পারে।
বিশ্ব উষ্ণায়ন যে হারে বাড়ছে তাতে শতাব্দীর শেষ নাগাদ তাপমাত্রা এমন চরমে পৌঁছবে যা মানবদেহ সহ্য করতে পারবে না। প্রাণঘাতী গরমের শিকার হতে চলেছে বিশ্বের ২২০ কোটি মানুষ। বিশেষত উত্তর ভারত এবং পূর্ব পাকিস্তানের সিন্ধু নদী উপত্যকায় বসবাসকারী মানুষ পুড়তে চলেছে সেই সাংঘাতিক মাত্রার তাপপ্রবাহে।
প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস (পিএনএএস) জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণায় জলবায়ু (Climate Change) পরিবর্তন সম্পর্কে এমনই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় গবেষকের দ্বারা পরিচালিত এই সমীক্ষাটি জানাচ্ছে, বৈশ্বিক তাপমাত্রা আর ২ ডিগ্রি বৃদ্ধি পেলে উত্তর ভারত, পূর্ব পাকিস্তান, পূর্ব চিন, দক্ষিণ আফ্রিকার মত দেশ মারাত্মক তাপের মুখে পড়তে পারে। মানুষ একটি নির্দিষ্ট মাত্রায় তাপ এবং আদ্রতা সহ্য করতে পারে। কিন্তু সেই সীমা মাত্রা ছাড়ালে মানুষের মধ্যে হার্ট অ্যাটাক, হিটস্ট্রোকের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যাবে। বিশ্বজুড়ে জলবায়ুর এই পরিবর্তন (Climate Change) ব্যাপক সংখ্যক মানব জীবনকে বিনাশের মুখে এনে দাঁড় করাতে পারে।
এই গবেষণা জলবায়ু পরিবর্তনের ঐতিহাসিক প্রেক্ষাপটকেও তুলে ধরেছে। শিল্প বিপ্লবের সূচনার পর থেকে যখন উন্নত দেশগুলোতে জীবাশ্ম জ্বালানী, যন্ত্রপাতি ও কারখানা থেকে কার্বন-ডাই-অক্সাইড নিঃসৃত হতে লাগল তখন বৈশ্বিক তাপমাত্রা আনুমানিক ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। আসন্ন সংকটের কথা চিন্তা করে ২০১৫ সালে ১৯৬টি দেশ প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছিল। যার লক্ষ্য ছিল, বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা।
সমীক্ষার ফলাফল ইঙ্গিত করেছে, যদি বৈশ্বিক তাপমাত্রা প্রাক-শিল্প স্তরের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায় তবে পাকিস্তান এবং ভারতের সিন্ধু নদী উপত্যকার ২.২ বিলিয়ন (২২০ কোটি) বাসিন্দা, পূর্ব চিনে বসবাসকারী ১ বিলিয়ন মানুষ এবং সাব-সাহারান আফ্রিকার ৪০০ মিলিয়ন বাসিন্দা প্রাণঘাতী তাপের মুখোমুখি হবে। যা মানুষের সহনশীলতাকে ছাড়িয়ে যাবে।