Groundwater Level In India Will Reduce: ভারতে ২০২৫-এর মধ্যে কমতে পারে ভূগর্ভস্থ জলের পরিমাণ, সতর্কতা রাষ্ট্রসংঘের
ভারতে ইন্দো-গাঙ্গেয় অববাহিকার কিছু এলাকা ইতিমধ্যেই ভূগর্ভস্থ জল হ্রাসের টিপিং পয়েন্ট অতিক্রম করেছে। যা পর্যবেক্ষণ করার পরই রাষ্ট্রসংঘের তরফে এ বিষয়ে জারি করা হয়েছে সতর্কতা।
ভূগর্ভস্থ জলের পরিমাণ হ্রাস পাবে ভারতে। ভূগর্ভস্থ জল নিয়ে এভাবেই সতর্কতা জারি করল রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে ভারতে ভূগর্ভস্থ জলের পরিমাণ হ্রাস পাবে। ভারতে ইন্দো-গাঙ্গেয় অববাহিকার কিছু এলাকা ইতিমধ্যেই ভূগর্ভস্থ জল হ্রাসের টিপিং পয়েন্ট অতিক্রম করেছে। যা পর্যবেক্ষণ করার পরই রাষ্ট্রসংঘের তরফে এ বিষয়ে জারি করা হয়েছে সতর্কতা। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটির তরফে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গোটা বিশ্ব পরিবেশগত দিক থেকে ৬টি টিপিং পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে। যার মধ্যে রয়েছে ভূগর্ভস্থ জলের পরিমাণ হ্রাস পাওয়ার বিষয়টিও।
এক্ষেত্রে এনভায়রনমেন্টাল টিপিং পয়েন্টগুলি হল পৃথিবীর নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ থ্রেশহোল্ড। যার বাইরে মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে, যা পৃথিবীর বাস্তুতন্ত্র, জলবায়ুর নিয়মে বদল আনে। এসবে পরিবর্তন এলে, সামগ্রিক পরিবেশে গভীর বদল আসে। যা কখনও কখনও পৃথিবীকে বিপর্যয়ের দিকে যেমন ঠেলে দেয়, তেমনি পরিবর্তনের দিকেও করে পরিচালিত।